আমাদের কথা খুঁজে নিন

   

‘কে সিরাজদৌলা কে মীরজাফর’ বইয়ের মোড়ক উন্মোচন : জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত জাতিসত্তার কবি আবদুল হাই শিকদার



‘কবি আবদুল হাই শিকদার তার কবিতায় ধারণ করেছেন জাতিসত্তার প্রকৃত স্বরূপ। তার কবিতায় উঠে আসে এ দেশের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য। আপসহীন এ কবি সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে এবং স্বাধীনতার স্বপক্ষে রেখে চলছেন বলিষ্ঠ ভূমিকা’ জাতিসত্তার কবি আবদুল হাই শিকদারের ৫৪তম জন্মদিন ও তার সম্প্রতি প্রকাশিত গ্রন্থ ‘কে সিরাজদৌলা কে মীরজাফর’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বক্তারা আরও বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী শিকদার জনগণের পক্ষে জনগণের ভাষায় কথা বলেন। গতকাল রাজধানীর প্রত্যাশা প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিপরীত উচ্চারণ সাহিত্য সংস্কৃতি সংসদ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও সাবেক সচিব মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্। কবি আসাদ বিন হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কবি হাসান আলীম, সাবেক ছাত্রনেতা রেজওয়ান হোসেন, যুবনেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কবিপত্নী আবিদা শিকদার, কবি আহমদ বাসির ও রাজনীতিবিদ খালেদা ইয়াসমিন। অনুষ্ঠানে লিখিত প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. মাহফুজ পারভেজ, স্বাগত বক্তব্য রাখেন চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র, সন্দীপন শিল্পীগোষ্ঠী, উত্সঙ্গ সৃজন চিন্তন, স্বাধীনতা ফোরাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, চাঁদপুর রাইটার্স ফোরামসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানে কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়াও অনুষ্ঠানে কবিকে শুভেচ্ছা জানাতে আসেন বিপুলসংখ্যক ভক্ত অনুরাগী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।