আমাদের কথা খুঁজে নিন

   

কবি মতিউর রহমান মল্লিককে নিবেদিত দুই অ্যালবাম



সমন্বিত সাংস্কৃতিক সংসদের ব্যানারে প্রকাশ পেয়েছে কালজয়ী গীতিকবি মতিউর রহমান মল্লিককে নিবেদিত দুটি অডিও অ্যালবাম। তরুণ শিল্পী আবদুস সালামের কণ্ঠে ‘আপন ঠিকানা’ অ্যালবামটি সন্দ্বীপন শিল্পীগোষ্ঠীর চতুর্থ অডিও অ্যালবাম। এ অ্যালবামে রয়েছে মোট চৌদ্দটি গান। এই পৃথিবী আকাশ জমিন, তোমার আপন ঠিকানা, যদি আগামীর দিনটাকে, ইয়া রাসুল আল্লাহ, গান আমার কাঁদেরে, তুমি এলে হে রাসুল ইত্যাদি গান নিয়ে প্রকাশিত অ্যালবামটির গানের কথা লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক, শিল্পী আবদুস সালাম, আবদুর রাজ্জাক ও আবদুল্লাহ। ‘মল্লিক তুমি আছো’ শীর্ষক অ্যালবামে আছে বারোটি গান। মইম সুমনের কথা ও সুরে ‘মল্লিক তুমি আছো’ শীর্ষক গান ছাড়াও রয়েছে কবি মতিউর রহমান মল্লিকের লেখা দুটি নতুন গান—‘আমি আমার গাঁয়ের বাড়ি’ ও ‘তুমি যারে চাও’। অন্য গানগুলোর কথা লিখেছেন আবদুল মতিন, মনিরুল ইসলাম, ইয়াকুব আলী, ইমদাদুল হক, শফিক, মাসুদ কামাল ও আবু তাহের বেলাল। অ্যালবামের গানগুলোয় কণ্ঠ দিয়েছেন সমন্বয় সাহিত্য-সাংস্কৃতিক সংসদ-বগুড়ার তরুণ শিল্পীরা। মাহবুব মুকুলের ধারা বর্ণনায় অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন শফিক ও ইমদাদুল হক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।