আমাদের কথা খুঁজে নিন

   

‘কে সিরাজদৌলা কে মীরজাফর’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং জাতিসত্তার কবি আবদুল হাই শিকদারের জন্মদিন পালিত



‘কে সিরাজদৌলা কে মীরজাফর’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং জাতিসত্তার কবি আবদুল হাই শিকদারের জন্মদিন পালিত ‘দেশ ও মানুষ নিয়ে চিন্তায় যতো কবিতা লেখা হয়েছে তা যদি অনুদিত করে বিভিন্ন ভাষায় প্রকাশ করা যেতে তবে তিনি বিশ্বের অমর কবিদের একজন কবি হিসেবে পরিচিতি পেতেন। ’ ১ জানুয়ারি’১১ সকাল ১০টায় বিপরীত উচ্চারণ কর্তৃক আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কবি আবদুল হাই শিকদারের ৫৪তম জন্মদিন ও তাঁর লেখা ‘কে সিরাজদৌলা কে মীরজাফর’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। কবি আসাদ বিন হাফিজের সভাপতিত্বে কবি আবদুল হাই শিকদারের ৫৪তম জন্মদিন ও তাঁর লেখা ‘কে সিরাজদৌলা কে মীরজাফর’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ মোহাম্মদ আসাফ উদ্দৌলা। কবির ওপর প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. মাহফুজ পারভেজ শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি হাসান আলীম, সাবেক ছাত্রনেতা রেজওয়ান হোসেন, যুবনেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কবি আহমদ বাসির, রাজনীতিবিদ খালেদা ইয়াসমিন ও স্বাগত বক্তব্য রাখেন চিত্রনায়ক শেখ আবুল কাসেম মিঠুন। কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বাংলাদেশ সংস্কৃতিকেন্দ্র, বিপরীত উচ্চারণ, সন্দীপন শিল্পীগোষ্ঠী, সাহিত্য সংস্কৃতিকেন্দ্র, স্বাধীনতা ফোরাম, জাসাস, বিএনপি, চাঁদপুর রাইটার্স ফোরাম।

এবং ব্যাক্তিগতভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বিএনপি’র নির্বাহী সদস্য খালেদা ইয়াসমিন, কবির ভাতিজা রাজিব, ছাত্রনেতা রেদওয়ান হোসেন প্রমুখ বক্তারা বলেন, জাতির ক্রান্তিলগ্নে কবি আবদুল হাই শিকদার সুস্থ্য সংস্কৃতির কথা বলেন ও অপসংস্কৃতি থেকে ফিরে আসার জন্য আহবান জানান এবং কিভাবে জাহিলিয়াত জাতির ভিতর প্রবেশ করে জাতিকে দুর্বল করে সেই পথগুলো তিনি বাতলিয়ে দেন নিজেদের কল্যাণের পথটি উন্মোচন করেন। তারা বলেন, দেশ এখন গভীর সমস্যায় নিমজ্জিত তাই যেটা বলার তা বলতে হবে। আদলতকে ভয় পেলে চলবে না। কবি আবদুল হাই শিকদার ভয় পান না। তিনি নির্ভয়ে তার কথা বলেন এবং লিখে যান।

তারা আরো বলেন, এই কবি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসীদের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছেন তবু তার পথ থেকে সরে দাঁড়াননি। তিনি তার দায়িত্ব পালন করেছেন। আমাদেরও উচিৎ যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব পালন করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।