আমাদের কথা খুঁজে নিন

   

বছরের প্রথম দিনে ছাত্রলীগের চমকপ্রদ শুভেচ্ছা!

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুজন কর্মীকে অস্ত্র, গুলি, ম্যাগজিনসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর বানেশ্বর এলাকার বেলপুকুর থেকে আসাদুজ্জামান ও সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতেই রাজশাহীর পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পুঠিয়া থানা সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে আসাদুজ্জামান ও সেলিম রাজশাহী থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় সন্দেহ হলে পবা থানা হাইওয়ে পুলিশের সদস্যরা মোটরসাইকেলটি থামিয়ে দুজনের দেহ তল্লাশি করে।

তাঁদের কাছ থেকে ৭.৬৫ এমএম সাইজের একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। পরে দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ আরও জানায়, আসাদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের (সপ্তম সেমিস্টার) শিক্ষার্থী এবং সেলিম রেজা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আসাদুজ্জামান যশোরের অভয়নগর থানার পাইকড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে এবং সেলিম রেজা রাজশাহীর মতিহার থানার মাসকাটাদীঘি এলাকার আবদুর রহমানের ছেলে। পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বাদী হয়ে গতকাল রাতে এ ব্যাপারে মামলা করেছেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য স্থগিতকৃত কমিটির সভাপতি আওয়াল কবির বলেন, বর্তমানে ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো কমিটি না থাকায় ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে এ ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। সোনার ছেলে ছাত্রলীগ আমাদের নতুন বছরের চমকপ্রদ উপহার দিয়েছে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.