আমাদের কথা খুঁজে নিন

   

!!! শতবর্ষে বাবা !!!



শুভ্র দাড়ি-গোঁফ ও বলিরেখায় ভরা রামজিৎ রাঘবের চেহারা। সরকারি নথি অনুযায়ী, তাঁর বয়স এখন ৯৪ বছর। তবে তাঁর দাবি, ১০০ বছর পার হয়েছে। এমন বয়সী ব্যক্তিকে দাদা বা নানার ভূমিকায়ই ভালো মানায়। কিন্তু রামজিৎ নিজেকে দুই মাস বয়সী এক শিশুর বাবা বলে দাবি করছেন।

তাঁর দাবি সত্যি বলে প্রমাণিত হলে বিশ্বে তিনিই হবেন সবচেয়ে বেশি বয়সে সন্তানের জনক হওয়ার অধিকারী। ভারতের হরিয়ানা রাজ্যের খরখোড়া গ্রামের বাসিন্দা রামজিতের ভাষ্য, ছেলে করমজিৎ তাঁর কাছে ‘ভগবানের উপহার’ হিসেবে এসেছে। স্থানীয় খরখোড়া হাসপাতালে গত নভেম্বরে শিশুটির জন্ম। হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা পরমজিৎ সিং বলেন, ‘এমন বয়সে বাবা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

’ শিশুটির মা রামজিতের স্ত্রী শকুন্তলা দেবী। পঞ্চাশের ওপরে তাঁর বয়স। এমন বয়সে কোনো নারীর মা হওয়ার ঘটনাও বিরল। পরমজিৎ সিং বলেন, ‘স্বাভাবিকভাবে শিশুটির জন্ম হয়েছে। তার স্বাস্থ্য ভালো আছে।

’ এদিকে রামজিৎ ও শকুন্তলা আগামী বছর আরেকটি শিশুর বাবা-মা হওয়ার আশা ব্যক্ত করেছেন। রামজিৎ যুবক বয়সে একজন কুস্তিগীর ছিলেন। বয়স অনেক হলেও তিনি নিয়মিত মাঠে যান। অন্য কৃষকদের চেয়ে বেশি কাজ করেন। রামজিৎ বলেন, ‘একমাত্র কালসাপ দংশনে আমার মৃত্যু হবে।

আর সহসাই এমনটি ঘটবে না। কেউ ১০ বছর পর এলেও আমাকে ঠিক এই চেহারায় দেখতে পাবে। ’ নিজেকে সুস্থ-সবল রাখতে রামজিৎ প্রতিদিন তিন লিটার দুধ, আধা কেজি বাদাম ও আধা কেজি ঘি খান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।