আমাদের কথা খুঁজে নিন

   

এই মৃত শহরে

তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে

একটি শহরের প্রাণ সে শহরের বাসিন্দা। সেই বাসিন্দাদের জীবন থেকে যখন হাসি-আনন্দ চলে যায় তখন আসলে সেই শহরের মৃত্যু হয়। তেমনি এক মৃত শহরে পরিনত হয়েছে আমাদের ঢাকা। একটা সময় রাত-বিরেতে রিক্সা করে ঘুরে বেরিয়েছি। কেনাকাটা করেছি।

ফুটপাথের টঙ ঘরে চা খেয়েছি। আড্ডা দিয়েছি। গলা ছেড়ে গান গেয়েছি। সবই করেছি নির্ভয়ে। মনের মধ্যে একটা ফুরফুরা ভাব ছিল।

স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কিন্তু সেই উচ্ছ্বলতা আজ নেই। ১. খুব বেশি দিন আগের কথা নয়, সংসদ ভবনের সামনের ও পাশের মাঠ ছিল উন্মুক্ত। প্রতিদিন বিকেলে হাজার হাজার মানুষের পদচারনায় মুখরিত ছিল এলাকাটা। ছোট বাচ্চারা ছোটাছুটি করছে, লাফালাফি করছে আর বড়রা ঘাসে পা ছড়িয়ে দিয়ে বসে জুড়ে দিয়েছে আড্ডা।

একপাশে কিছু ছেলে পেলে আবার স্কেটিং করছে। উৎসুক জনতা সেটা মন ভরে উপভোগ করছে। বাদামওয়ালা বাদাম বিক্রি করছে, চানাচুড়ওয়ালা চানাচুড় বিক্রি করছে, বাঁশিওয়ালা বাঁশি বিক্রি করছে আর চাওয়ালা ফ্লাস্কে করে বিক্রি করছে চা আর কফি। কেউ কেউ গিটার বাজিয়ে গান করছে, কেউ বা মনের আনন্দে নেচে চলেছে। এ এক অনাবিল আনন্দময় জীবন।

কিন্তু গনমানুষের এ উচ্ছ্বল আনন্দ কারও চোখে কাটার মত বিধল। মাঠে সর্বসাধারনের প্রবেশ নিষিদ্ধ করা হল। যান্ত্রিক জীবনে এক মুঠো নির্মল আনন্দের মৃত্যু হল। ২. এটাও বেশিদিন আগের কথা নয়, এ শহরে প্রায় মাঝরাত পর্যন্ত দোকানপাট খোলা ছিল। মানুষ অনেক রাত পর্যন্ত এ মার্কেট সে মার্কেট ঘুরে পছন্দের জিনিসটা কিনত।

শুধু যে কেনাকাটার জন্যই ঘোরা হত তা নয়। এমনি ঘোরাঘোরিও হত খাওয়া দাওয়াও হত। কিন্তু সেও আর হবার নয়। বিদ্যুৎ বাঁচাও, বিদ্যুৎ বাঁচাও বলে সন্ধ্যা হতে না হতেই সব বন্ধ করে দেওয়া হল। সারাদিন পরিশ্রম করে মানুষ একটু রিলাক্সড হতে চায়।

এবং সেক্ষেত্রে মার্কেটে ঘোরা কিংবা কেনাকাটা করা যথেষ্ট কাজে দেয়। শুধু তাই নয় সংসারের প্রয়োজনীয় কেনাকাটাও তো করতে হবে। কিন্তু অফিস থেকে বের হয়ে সারাক্ষন থাকতে হয় একটা চরম দুশ্চিন্তার মধ্যে, জ্যাম ঠেলে যেতে যেতে মার্কেট খোলা থাকবে তো? মার্কেট খোলা পেলেও দু-একটা মার্কেট ঘুরে পছন্দের জিনিস কেনা প্রায়শই অসম্ভব একটা কর্ম হয়ে দাড়ায়। সাড়া দুনিয়া জুড়ে নাইট লাইফ বলে একটা ব্যাপার আছে কিন্তু আমাদের ঢাকা সন্ধ্যা হতে না হতেই একটা মৃত শহরে পরিনত হয়। ৩. বিভিন্ন জাতীয় দিবস গুলোতে কিংবা আন্তর্জাতিক দিবসগুলোতে মানুষ একটু হৈ হুল্লোর করে।

বহুবছর ধরে এটাই হয়ে আসছে। ছোটবেলায় দেখেছি শবেবরাতের রাতে ছোটরা বাজি ফোটাতো। আমরাও করেছি। যদিও পরিবার থেকে কিঞ্চৎ ধমক-ধামক আসত কিন্তু সেটা কখনোই আমাদের নির্মল আনন্দে বাধা হয়ে দাড়াতনা। ঈদের আগের রাতে (চাঁদ রাত) একটা বয়স পর্যন্ত সবসময়ই আমরা আতশবাজি পুড়িয়েছি এবং আমাদের সাথে বড়রাও সামিল হত।

বিয়েতে, জন্মদিনে, খৎনার অনুষ্ঠানে এমনি নানা উপলক্ষে আমরা হৈ-হুলোর করেছি, আনন্দ মিছিল করেছি, বাজি ফুটিয়েছি। কিন্তু এখন আর এসব করা যায়না। নানা দিক থেকে নিষেধাজ্ঞা আসে। ইদানিং দেখি এ ধরনের উপলক্ষ্ এলে মাইকিং করা হয়, রেডিও-টিভিতে ঘোষণা দেয়া হয়, পত্রিকাতে বিজ্ঞপ্তি ছাপা হয় যেন এসব থেকে বিরত থাকে সবাই। কি অদ্ভুৎ দেশ আমাদের।

গতকাল থেকে টিভিতে খবরে এ ধরনের একটা ঘোষণা দিচ্ছে যে, আগামীকাল থার্টি ফার্স্ট নাইটে রাত ন'টার পর রাস্তায় দল বেধে ঘোরাঘোরি করা যাবেনা, জটলা পাকানো যাবেনা, আতশবাজি পোড়ানো যাবেনা, টিএসসিতে যাওয়া যাবেনা ইত্যাদি ইত্যাদি। এসবের মানে কি? নিরাপত্তার নামে এ কেমন অসভ্যতা? একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে আমরা নববর্ষের আনন্দ করতে পারবনা? রাস্তায় ঘুরতে পারবনা? আতশবাজি পোড়াতে পারবনা? কেন? জনগনের নিরাপত্তা দেয়ার জন্য পুলিশ বাহিনী রয়েছে। মানুষ আনন্দ করবে, নাচবে, গাইবে এটা তাদের অধিকার। কেউ সমস্যা করলে তার বিরূদ্ধে যথাযথ ব্যবস্থা পুলিশই গ্রহন করবে। তাদের কাজইতো তাই।

এভাবে ঘোষণা দিয়ে মানুষকে ঘরে বন্দি করে রাখা কোন সভ্যতার পর্যায়ে পড়ে আমার জানা নেই। একটা শহরের মানুষের মনে যখন কোন আনন্দ থাকেনা তখন সে শহর আপনা আপনি মরে যায়। কিন্তু আমরা যারা ঢাকায় থাকি তাদের মনের আনন্দ এখনও শেষ হয়ে যায়নি। আমরা এখনও হাসতে জানি। আমাদের হাসি থামানোর জন্য চেষ্টা চলছে।

কিন্তু তা সফল হবেনা যদি আমরা সবাই মিলে জেগে উঠি। আমরা একটা মৃত শহরের বাসিন্দা হয়ে বাঁচতে চাইনা। আসুন আমরা সবাই মিলে আবার প্রাণ খুলে হাসি, আসুন আবার সবাই মিলে রাস্তায় নেমে আসি, গলা ছেড়ে গান গাই, হাতে হাত ধরে মৃতপ্রায় ঢাকাকে আবার বাঁচিয়ে তুলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।