আমাদের কথা খুঁজে নিন

   

সারা দেশের ৮০ বুথে বিশ্বকাপের টিকিট...



২ জানুয়ারি থেকে দেশের ৬৪টি জেলায় একযোগে টিকিট বিক্রি করা হবে। সিটি ব্যাংকের ৫০টি এবং অগ্রণী ব্যাংকের ৩০টি শাখায় টিকিট বিক্রি করা হবে। শুধু পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নয়, টিকিট বিক্রির সময় অন্য যেকোনো পরিচয়পত্রই গ্রহণ করা হবে। যাঁদের কোনো ধরনের পরিচয়পত্রই নেই, তাঁদের মোবাইল নম্বরসহ ব্যক্তিগত কিছু তথ্য জানাতে হবে। ২ জানুয়ারি থেকে শুধু ম্যাচের টিকিটই বিক্রি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের ১২ হাজার টিকিট ছাড়া হবে পরে। বাংলাদেশে টিকিট বিক্রি হবে শুধু বাংলাদেশে অনুষ্ঠেয় ম্যাচগুলোরই। টিকিট কোথায় পাবেন ঢাকা বিভাগ: ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ, ধানমন্ডি, বনানী, ইসলামপুর, কারওয়ান বাজার, মিরপুর, মৌচাক, নিউমার্কেট, উত্তরা ও ইমামগঞ্জ শাখায় টিকিট বিক্রি করবে সিটি ব্যাংক। অগ্রণী ব্যাংক টিকিট বিক্রি করবে মতিঝিলের আমিন কোর্ট করপোরেট ও সাভারের ব্যাংক টাউন শাখায়। এ ছাড়া রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, শেরপুর ও নেত্রকোনায়ও টিকিট বিক্রি করবে অগ্রণী ব্যাংকের স্থানীয় শাখা।

সিটি ব্যাংক টিকিট বিক্রি করবে মানিকগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, মুন্সিগঞ্জের রেকাবি বাজার, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর ও গাজীপুরের টঙ্গি শাখায়। কিশোরগঞ্জ আর জামালপুরে টিকিট বিক্রি হবে সিটি ব্যাংকের এসএমই সার্ভিস সেন্টারে। চট্টগ্রাম বিভাগ: সিটি ব্যাংক টিকিট দেবে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা, জুবিলি রোড, নিজাম রোড, পাহাড়তলী ও চকবাজার শাখায়। কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া এবং কক্সবাজারেও সিটি ব্যাংক শাখায় টিকিট বিক্রি হবে। নোয়াখালীতে টিকিট মিলবে এই ব্যাংকেরই মাইজদী কোর্ট এসএমই সার্ভিস সেন্টারে।

অগ্রণী ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ করপোরেট শাখা ছাড়াও টিকিট ছাড়বে বান্দরবান বাজার, খাগড়াছড়ি ও রাঙামাটি শাখা থেকে। রাজশাহী বিভাগ: রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও নাটোরে (এসএমই/এগ্রি) টিকিট বিক্রি হবে সিটি ব্যাংক শাখায়। জয়পুরহাট ও নওগাঁয় অগ্রণী ব্যাংক। খুলনা বিভাগ: খুলনা, যশোর, কুষ্টিয়া ও সাতক্ষীরায় সিটি ব্যাংক শাখা। অগ্রণী ব্যাংকের বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ এবং মাগুরা শাখায়।

বরিশাল বিভাগ: সিটি ব্যাংকের বরিশাল শাখা। অগ্রণী ব্যাংকের ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালীর নতুন বাজার ও পিরোজপুরের মেইন রোড শাখা। সিলেট বিভাগ: সিটি ব্যাংকের হবিগঞ্জ এসএমই সার্ভিস সেন্টার এবং সুনামগঞ্জের জগন্নাথপুর, মৌলভীবাজার ও সিলেটের জিন্দাবাজার শাখা। রংপুর বিভাগ: দিনাজপুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও রংপুরে সিটি ব্যাংক শাখায়। অগ্রণী ব্যাংক টিকিট বিক্রি করবে কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও নীলফামারী জেলা শাখায়।

বাংলাদেশে বিশ্বকাপের ৮ ম্যাচ তারিখ ম্যাচ ভেন্যু ১৯ ফেব্রু. বাংলাদেশ-ভারত (দি/রা) মিরপুর ২৫ ফেব্রু. বাংলাদেশ-আয়ারল্যান্ড (দি/রা) মিরপুর ৪ মার্চ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (দি/রা) মিরপুর ১১ মার্চ বাংলাদেশ-ইংল্যান্ড (দি/রা) চট্টগ্রাম ১৪ মার্চ বাংলাদেশ-হল্যান্ড চট্টগ্রাম ১৯ মার্চ বাংলাদেশ-দ. আফ্রিকা মিরপুর ২৩ মার্চ ১ম কোয়ার্টার ফাইনাল (দি/রা) মিরপুর ২৫ মার্চ ৩য় কোয়ার্টার ফাইনাল (দি/রা) মিরপুর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.