আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কথা

মহাজাগতিক পথিক বলছি

স্যামুতে কিছু মানুষ আছেন যারা কোয়ান্টাম ও গুরুজীকে নিয়ে নানান ধরণের কথা বলে থাকেন।তারা কোয়ান্টামে বিশ্বাসী না হতেই পারেন,গুরুজী ভন্ড তাদের মনে হতেই পারে,কিন্তু তাই বলে না জেনে কথা বলাটা কোন দেশী ভদ্রতা? কোয়ান্টাম ৮০০০ টাকা নিয়ে কোর্স করায় মানলাম।কিন্তু ৮০০০টাকা নেয় বলেই প্রতারক,ভন্ড?আগে কোয়ান্টামের ফ্রি আলোচনায় গিয়ে দেখে আসেন তারা আসলে কি করে,তারপর কথা বলুন।আমার কথা হল, ভাল বলি আর খারাপ বলি,সেটা আমরা জেনে বুঝে বলি,তাই না? এই ব্লগে আমরা সবাই শিক্ষিত মানুষ,আশা করি ভদ্র ও। তাহলে কেন নিজেকে অভদ্র প্রমাণ করি আমরা? আর হ্যা,কিছু কোয়ান্টাম অনুসারী আছেন,যারা বাড়াবাড়ি করেন।কথায় কথায় গুরুজীকে টেনে আনেন,নিজের মেধাকে কাজে লাগান না। আসলে এদের নিয়ে বলার কিছু নেই।এদের দিয়ে কোয়ান্টাম বা গুরুজীকেও বিচার করার কিছু নেই। নিজের বিবেক,বুদ্ধি,মেধা দিয়েই কোয়ান্টাম,গুরুজী এবং তাদের কার্যকলাপ বিবেচনা করাই একজন বুদ্ধিমানের কাজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।