আমাদের কথা খুঁজে নিন

   

বিচারক

আজ কোন হতাশার দিন নয় আজ বিপ্লবের দিন- আমি বিপ্লবী। যে কষ্টের আগুন ধমনীতে নিয়ে ঘুরে বেড়েয়েছি এতটা বছর; আজ এই দিনে, তা ফুলকি হয়ে ঝরুক। শুভ্র সাদা গোলাপ, টকটকে লাল গোলাপ হলুদ গাঁদা থেকে আজ আগুন ঝরে পড়ুক। সবুজ পাতারা, আজ প্রতিবাদের ফেস্টুন হয়ে যাও পাখি; আজ তুমি ফাঁসির রায় পড়ে শোনাও। একাত্তরের চেতনা মনে লাফিয়ে উঠুক আমার দেশপ্রেমের আগুনে রাজাকার পুড়ে হোক ছারখার! রাজপথ, ফাঁসির মঞ্চ বানাও! বোনের হলুদ শাড়ি, ফাঁসির মঞ্চ বানাও! মায়ের সাদা কাপড়; ফাঁসির মঞ্চ বানাও! ও বাতাস- ও তরুণ রায় পড়া শুরু হোক। আমাদের আদালতে রাজাকারের ক্ষমা নেই স্বর্গ-মর্ত্য-পাতাল;- নরক জেনে রাখুক। অনিরুদ্ধ আনজির ০৭/০৩/২০১৩ সিলেট।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।