আমাদের কথা খুঁজে নিন

   

সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল `ইন্টারভিডা'

------

প্রাথমিক সমাপণী পরীক্ষায় পিছিয়ে নেই সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল `ইন্টারভিডা' -হাসান ইকবাল ========================================== শিশুদের মুখের হাসি কেমন লাগে! আর সে যদি হয় সুবিধাবঞ্চিত শিশুর মুখ! সে রকম চিরসবুজ হাসি ফুটে উঠেছিল ২৮-শে ডিসেম্বর ২০১০, যখন প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। ফলাফল প্রকাশের সাথে সাথে উল্লাস ছড়িয়ে পড়ে ইন্টারভিডার সকল স্কুলে। How feeling Children’s smile? Then if it is Vulnerable Children’s face. When the published result of Primary Completion Exam at 28 December, 2010, such blooming a evergreen smile in all children. After the published result spread out joyness of all Intervida School. এ বছর ইন্টারভিডার ২৮ টি স্কুল থেকে ৭১৫ জন ছাত্র/ছাত্রী প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় অংশগ্রহন করে এবং ৭১০ জন সফলভাবে উত্তীর্ন হয়। প্রথম বিভাগ প্রাপ্তের হার শতকরা ৮৮ শতাংশ। মোট উত্তীর্নের হার ৯৯ শতাংশ।

এটা আমাদের জন্য বড় সাফল্য। This year, from the 28 school of Intervida, Primary Completion Exam has participate is 715 student, in which successfully pass has 710 student. This is great achievement for us. ইন্টার ভিডার সকল শিক্ষার্থীই অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসে পড়াশোনার সুযোগ পাচ্ছে। পড়াশোনার পাশাপাশি তাদেও স্বাস্থ্যগত দিক বিবেচনা করে নিয়মিত ভাল পুষ্ঠিমানের টিফিন সরবরাহ করা হয়। পোষাক থেকে শুরু করে যাবতীয় শিক্ষা উপকরণ ইন্টারভিডা দিয়ে থাকে। All student of Intervida, they come from very poor family and they get educational opportunity from Intervida. Beside the educational opportunity, Intervida consideration their health side, in which regular supply for their good nutritional Tiffin from Intervida school. Starting from school dress, Intervida give the entire educational materials. সুস্থ সংস্কৃতি বিকাশের শিক্ষার দক্ষতা অর্জনের জন্য রয়েছে ইন্টারভিডার অনেক গুলো রিসোর্স সেন্টার।

সেখানে ছেলে-মেয়েরা কম্পিউটার শিখতে পাবে। Intervida has many resource centers for develop a positive minded culture and grow up an educational stillness. Here are student’s can learn computer. ১৯৯৯ সাল থেকে স্পানিশ এই আন্তজাতিক সংস্থাটি বাংলাদেশে সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদেও জন্য কাজ করে যাচ্ছে। চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের মাধ্যমে ছেলে মেয়েরা স্কুলে ভর্তির সুযোগ পায়। ইন্টারভিডার শিক্ষা বিভাগ স্কুল গুলো পরিচালনা করে থাকে । Spanish International Organization ‘INTERVIDA’ (http://www.intervida.org) has been working for vulnerable children of Bangladesh from 1999. Student’s get opportunity in admission at school through the child sponsorship program. Education sector of Intervida has direction these schools. ফুনডাশিয়ন ইন্টাভিডার জন্ম ২৪ ফের্রুয়ারী ১৯৯৪ সালে স্পেনের বার্সেলোনাতে ।

এটি একটা উন্নয়নে সাহায্যকারী অলাভজনক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ণ- যাতে করে তারা সম্মানজনক জীবনের অধিকারী হয়ে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারে। Fundacion Intervida has born in Bercelona, Spain in 24 February 1994. It’s development assistance, non-Profitable Organization. This Organization purpose is development a poor, vulnerable people’s life style. In that way, they can achieve a respectful life. Then they can develop their fortune and go-ahead their future. ------------------------------------------------------------------------ Written By- Hasan Iqbal E-mail:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.