আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরণের পথ

আমি বাংলায় গান গাই

দুনিয়াতে যত পাপ-তাপ, হিংসা-বিদ্বেষ, গ্লানি সব, ইসলাম এসেছে দূরিতে তারে অন্যায় যত পুরান-নব। যমানার সাথে বদলে যেতে আসেনিকো ইসলাম, মুহাম্মাদের আলোয় পথ দেখেছিল রুম-পারস্য-শাম। সে আলোর বাহক আজকে দেখ ঘরের কোণে বসে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য পরের পিঠে হাত ঘষে। পাপের টাকা পকেটে পুরে শিখানো বুলি আড়ে, পরকালকে ভুলে গিয়ে জাতি গোমরাহী ফতোয়া ছাড়ে। মুফতি নামের কু-পতিরা আজ হালাল বলে হারামের চাকিছে স্বাদ, অন্ধরাও তাদের পিছু, স্রষ্ট্রা তুমি নির্বাক কেন? বল তা কার অপরাধ? চোখ থেকেও অন্ধ বলে কুরআন হাদীস না ঘেটে, মুখোশধারী ভন্ডকে দলীল মেনে নরকের আগুন ভরছে পেটে। নাস্তিকবাদীরা ডলার ব্যয়ে করছে কুরআনের গবেষণা, মুসলমানের ঘরে ধুলায় মুড়ানো যুগ-যুগান্তর ধরা হয় না। জিহাদের নামে মুসলমানের উপর করছে কেউ বোমাবাজি, ইসলামকে কলঙ্কিত করার কত রকম কারসাজি। পীর-মুরিদির নামে কেউ কেউ বেহায়পনায় লিপ্ত রয়, ওরস-মাজারের অন্তরালে অবৈধ কত ব্যবসা হয়। শষ্য শূন্য ফসলের মাঠ, খরায় চৌচির মাটি, মুসলমান-মুসলমান দাঙ্গায় মাতে বেদীনরা পরিপাটি। সুখ-সমৃদ্ধি-শান্তি আসবে মানুষ যদি হয় সৎ, কুরআন-হাদীসের আলোকে জীবন গড়াই উত্তরণের পথ ॥

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.