আমাদের কথা খুঁজে নিন

   

এক কাপ চা হাতে হেলাল হাফিজের মুখোমুখি



জ্বলতে নয় জ্বালাতে ভালবাসে কেউ....কেউ প্রথম ফুল খেলায় শেষ ফুল হতে ঠায় দাঁড়িয়ে অবশেষে সব ভুল ফুল হয়ে কান্ত আমার অচেনা অতীত পাওয়ার সুযোগ কই যেখানে কাঠগড়ায় দাাঁড়িয়ে ভীত ঈশ্বর। পুরনো বাঁশীর নকল সুর দু:খ জাগানিয়া তারাদের নগ্œ দাপাদাপি হায়.. মাধবী লতা কলকাতার ঘুপচি গলিতে খুঁজে ফেরা তোমার ফোঁড় খাওয়া শৈশব মসজিদ-মন্দির কী বুঝবে তোমান এক পাহাড় ব্যথার কাব্য। ভোরের স্বজন হারানো শালিকের মত বেদনায় বৃথা এসপার ওসপার কী বা দিবে? কী আছে তোমার? যত জমানো পঁচা অতীত। মেলেনা জীবন নাটকের শেষ দৃশ্য তবুও মেলানোর বৃথা এক সাজানো বাহাস আফ্রোদিতি, কিওপেট্রা, হেলেন হয়ে বসে থাকো আদিম নগরে এ যেন এক কাপ চা হাতে নিরব মুখোমুখি হেলার হাফিজের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।