আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক সমাপনীতে ৯২ শতাংশ উত্তীর্ণ

আমার দেশ আমার সংস্কৃতি

দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯২ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবতেদায়ী পরীক্ষায় উত্তীর্ণের হার ৮৩ দশমিক ৯৩ শতাংশ। এবার প্রাথমিক সমাপনীতে এবার উত্তীর্ণের হার বেড়েছে। গতবার এ হার ছিলো ৮৮ দশমিক ৮৪ শতাংশ। এবতেদায়ীতে এবারই প্রথম সমাপনী পরীক্ষা হয়।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করেন। এরআগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন মন্ত্রী। এ ফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষা গত ২৩ নভেম্বর শুরু হয় এবং শেষ হয় ২৯ নভেম্বর। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২১ লাখ ৫৭ হাজার ১৬৪ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৩১ হাজার ১৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বিডিনিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.