আমাদের কথা খুঁজে নিন

   

‘জান দেবো তবু মাটি দেবো না’, ‘রক্ত দেবো তো জমি দেবো না’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ও বঙ্গবন্ধু সিটি নির্মাণের পরিকল্পনারচলবে না’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে।

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ও বঙ্গবন্ধু সিটি নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিলবাসী। গতকাল সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রায় ৩০ হাজার বিক্ষুব্ধ নারী-পুরুষ ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা লাঠিসোটা, ব্যানার, ফেস্টুন ও মাথায় কাফনের কাপড় বেঁধে শ্রীনগর উপজেলার উমপাড়া থেকে সিরাজদিখান উপজেলার নিমতলা পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তার নিয়ন্ত্রণ নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। উত্তেজিত জনতা একপর্যায়ে তিনটি গাড়ি ভাঙচুরসহ স্থানীয় এমপি সুকুমার রঞ্জন ঘোষের ব্যানার, সাইনবোর্ড, তোরণ এবং নৌকা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। অবরোধের ফলে রাস্তার দুই পাশে সহস্রাধিক যানবাহন আটকে পড়ে।

রাজধানী ঢাকা ও দক্ষিণাঞ্চলমুখী হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়ে। আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ও বঙ্গবন্ধু সিটি নির্মাণের পরিকল্পনার ঘোষণার পর থেকে শ্রীনগর, দোহার ও নবাবগঞ্জ উপজেলার আড়িয়াল বিলের অধিবাসীরা তাদের ফসলি জমি, মাছের খামার ও বসতবাড়ি রক্ষার জন্য নিজ নিজ উপজেলায় প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ ও বিক্ষিপ্তভাবে মিছিল-মিটিং করে আসছিল। তারা ২২শে ডিসেম্বর নবাবগঞ্জের মরিচপট্টি ও শ্রীনগরের বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের ভিন্ন ভিন্ন সভা থেকে ২৭শে ডিসেম্বর ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে মানববন্ধনের ঘোষণা দেয়। কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল থেকে তিন উপজেলার মানুষ মানববন্ধনের জন্য ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে জড়ো হতে থাকে। অপরদিকে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় র‌্যাব, পুলিশ মোতায়েন করা হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা ‘জান দেবো তবু মাটি দেবো না’, ‘রক্ত দেবো তো জমি দেবো না’, ‘কৃষক ও জেলের পেটে লাথি মারা চলবে না’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে। দুপুর দুইটার দিকে আড়িয়াল বিল রক্ষা কমিটি এখানে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা প্রত্যাহারের জন্য ৭ দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়। বিল রক্ষা কমিটির আহ্বায়ক শাহজাহান বাদল জানান, পরিকল্পনা প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

অপরদিকে বিমানবন্দর নির্মাণের ঘোষণাকে স্বাগত জানিয়ে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে সচেতন নাগরিক কমিটির ব্যানারে সহস্রাধিক জনতা ঝুমুর হল চত্বর থেকে মিছিল বের করে ছনবাড়ী চৌরাস্তায় এসে সমাবেশ করে। Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।