আমাদের কথা খুঁজে নিন

   

এক নাটক আর কতবার দেখমু? নতুন কিছু করেন...১৮+

অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম

এক নাটক আর কতবার দেখমু? আর ভাল লাগে না। মাথায় রক্ত উঠে। ১৯৯১ সাল তে সুরু হইছে। ২০১০ চলতেছে। কী চলতেছে সরকার পতনের আন্দোলন।

১৯৯১ সালে অখন বাপে ভোট দেয় তখন আমি ১/১.৫ বছরেরে হমু (মায়ে জানে আমি জানি না)। তেমন কিছুই জানি না। কিন্তু তবুও শোনা কথার ভিত্তিতে বলতেছি হেই সময় না কি হাসিনা খালায় বোরকা পরতো আর ইয়হ্যায় গরুর খোয়ার তন পদত্যাগ করছিল। তারপর ১৯৯৬ একটু বুঝি পাড়ার বড়ভাইগো কোলে উইঠা আওলীগ আওলীগ কইরা চিল্লাইতাম। বাপে গেল ভোট দিতে আম্মায় খিচুরি রানলো।

ওরে মোর খোদারে যেন ঈদ। সারা রাত বইয়া সিনেমা দেখার লোভে পইরা লেট্রিনেত্তন(পায়খানা করারা যায়গা) তুইল্লা আনা বুলেটিন শুনলাম কিন্তু কিছুই বুঝিলাম না। পরেরেদিন শুনি এরসাদে না কি হাসিনারে সমর্থন দিছে। তখন আমাদের ঘরে ডিশ ছিল না। বাপে কিছু কয় না।

বাপরে জিগাইলাম আব্বা এরশাদ দেখতে কেমুন। কারন শুঞ্ছিলাম হ্যায় নাকি খুব খারাপ। আমার প্রিয় হিরো ছিল তখন আমার মামা । মামায় কইছিল। হ্যায় নাকি du তে থাকতে এরশাদের কারনে জেল অ খাটছিল।

যাই হোক নির্বাচন হইল। বাপে কইল বেতন বারবো। বারলো। এলাকার এম্পি হইলো সাবের মামা। তখন কোন একটা নাটকে তুষার খান সাথে কে একজন নামটা ভুলে গেছি (চরিত্রের নাম ছিল জামাল কামাল) নাটক্টা দেইক্ষা মজা পাইছিলাম ভাবছিলাম সাবের হেইরক্ম ভালালোক।

কিন্তু কিহুদিন পর শূনি খালেদা পদত্যাগ করতেয়াছে। সবাই নাকি হ্যার কাছে পদত্যাগ পত্র দেছে। কিন্তু পদত্যাগ করতে দেখি নাই। । তার পর ২০০০ আ লিগ একেই কাম করল, তার পর ২০০৮ এখন ২০১০ একেই ঘটনা।

নতুন কিছু করার মতো যেমন সংসদের সামনে গন আত্মহত্যা বা জুতা খুইল্লা নিজেগোরে বাইরানোর মতো ইনোভেটিভ আইডিয়া কি কেঊ বাইর করতে পারে না? আমার বয়স এখন ১৯ আমিও একদিন হইয়তো ৫০ এ পা দিব। তখন ওকি আমাদের স্বন্তানেরা আমার মতো এইরকম আক্ষেপ করবে না কি , তারা আমার কাছে এগুলো শুনে গল্পের মতো ভাববে। আজ ২০ বছরেরে মুখে দারিয়ে বিজয়ের মাসে বলছি হে শুয়ারের বাচ্চা , কুত্তার বাচ্চা , বাংলাদেশের নেতারা তোরা কী আমাদের একটা রাজনৈতিক প্লাটফরম দিতে পরবি যেইখান থেকে আমাদের মা বাবা রা দেখবে তাদের স্বন্তানরা এক একটা মুক্তা হয়ে বের হচ্ছে। চোর হয়ে নয় । ।

২০৫০ এর আগে কি কোন মা তার বাচ্চাকে বলবে বাবা তুই রাজনীতি কর দেশের জন্য , নাকী আমার মায়ের মত বলবে রাজনীতি খুব খারাপ। এটা খুবি খারাপ। যদি কোন সাংসদ এই লিখাটা পরেন তা হলে তাকে বলব আমার কথা গুলা ছোখ দিয়া নয় হৃদয় দিয়া পরেন কারন আপনার নাতিরাই কিন্তু একদিন আমাদের মতো সাফারার হবে। অনেক এলোমেল কথা আছে । আওনে রাগ আছে কিন্তু দেশটা আমার।

আমার বাবার, আমার মায়ের কস্ট করে গরে তোলা দেশ। অই তিনশ চোরের অব্দান নয় এই দেশ। (সবাই চোর নয়। কিন্তু ব্যাতিক্রম উদাহরণ হতে পারে না। ) আর যদি মনে করেন কিছুই বদলাবে না।

তা হলে বলেন মরে যাই। কবরের ঊপর লিখা থাকবে আমার মৃত্যুর জন্য কর্তিপক্ষ দায়ী নয়!! অল্প বয়সে আতলামির জন্য মাফ করবেন। । লিখেছেন : চে গুয়েভারা (Copied from http://www.opest.net)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।