আমাদের কথা খুঁজে নিন

   

ভেন্টিলেটার ওপরে থাকে কেন ?



লোকজনের উপস্হিতিতে ঘরের মেঝের কাছাকাছি বাতাসের উওপ্ত আর দূষিত হওয়ার আশম্কা যতোটা, ছাদের কাছাকাছি বাতাসের কখনই ততোটা নয়। বাতাস গরম হলে তুলনায় হালকা হয়। প্রকৃতির ধর্ম এই যে, হালকা বাতাস উপরে উঠে যাবে।আর তা ঘরে বাইরে চলে যাবে ঘরের কাছের ঘুলঘুলি দিয়ে।নীচের দিকের শুন্যস্হান ও অপূর্ন থাকবেনা। নীচের বাতাস গরম আর হালকা হয়ে যেই উপরে উঠবে অমনি বাইরের মুক্ত বাতাস ছুটে এসে সই যায়গা ভরিয়ে দিবে। এইভাবে ঘরের বাতাস উওপ্থ হওয়ার সাথে সাথে বাইরে থেকে প্রতিনিয়ত মুক্ত বাতাস এসে পরিবেশকে অনুওপ্ত রাখার চেষ্টা করে।ভেন্টিলেটার যদি উপরে না থাকতো তাহলে যে বাতাস উওপ্ত হয়ে উপরে উঠে যাচ্ছে, তার বেরোনোর পথ থাকতো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.