আমাদের কথা খুঁজে নিন

   

মাথানষ্ট আজকা আমার, ফ্যান্টাসীতে দিন উজার!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

....... ....... ........ ....... জান আমার, তুই থাকিস অনেক দূর ঢাকা নামের ছোট্ট শহর ওরা সবাই ছুটে চলে বুলেটট্রেন আর বাস-প্লেনে পকেট ফাকা তাই হাটবো পায় পৌছুবো একদিন তোর দরজায় কি করলি এই মনটারে একটু যদি বল স্বপ্নে আমার হাতটি ধরে একটু সাথে চল! সাগর সমান কথামালা আজও তুই জানলি না নেটের বিল টেবিলে পড়ে ফেসবুকে দিনটা জুড়ে শুনবো তুই কেমন আছিস জীবনযুদ্ধে একলা হাটিস সবাই হাসে আমায় নিয়ে আমার ভাবনা তোকে নিয়ে আর মাত্র কটা দিন পাশ করে আনবো সুদিন ঘুরবো না আর বেকার হয়ে এটা ওটা ধার নিয়ে হাতের চুড়ি রিনিঝিনি সারাদিন তোর মুখের হাসি প্রতিরাতের লক্ষ চন্দ্র-তারা হ্রদয়ে তোর ছবিতে ভরা অশ্রুগুলো চোখে নিয়ে নিঃশব্দ হাহাকারে ইউরোপের এই ছোট্ট শহর দেখতে থাকি সুখের বহর আতশবাজীর মুগ্ধতা তোর স্বপ্ন হারাবো না ! কখনো হয় না মনে আমি আর পড়েছি প্রেমে, কেন পড়িনি পারি না বুঝতে। যখন পড়ে মনে দেশের কথা, থাকবে না আর কেউ পথ চেয়ে এই কবিতাটা শোনার জন্যে। অর্থহীন সব ফ্যান্টাসী আমার।ছুতে গেলে যায় উবে তুষার কনা তেমনি আমার মলিন যত সম্পর্ক।বোনটা আমার বলে বোকাসোকা, আমি মনে হেসে বলি সেরকমি কিছুটা! ধরতে গিয়ে হারালাম সব, খুজি আমার পরশপাথর।এটাও জানি পরশপাথর এক মরিচীকা, তবু কেন খুজে বেড়াই তাও জানি না? আমি তো আজ বড্ড বোকা! ---------উদাসীর উদাসনামা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।