আমাদের কথা খুঁজে নিন

   

The Daily Sun ও কালের কন্ঠের বিবেকবানরা কোথায়?



The Daily Sun ও কালের কন্ঠ ইভ টিজিংয়ের (প্রকৃতপক্ষে নারী উত্যক্তকারী) বিরুদ্ধে জনমত গড়তে উদ্যোগ নিয়েছে। এজন্য অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। অথচ বসুন্ধরা সিটির সামনে(যেখানে পত্রিকা দুটোর কার্যালয় অবস্থিত) অহরহ ইভ টিজিং সংগঠিত হচ্ছে। কিন্তু এ বিষয়ে পত্রিকা দুটো নিরব ভূমিকা পালন করছে যা আমাদের হতাশ করে। বসুন্ধরা সিটির সামনের ঘটনা কি তাদের চোখে পড়ে না, কিংবা কানে যায়না।

তাছাড়া বসুন্ধরা সিটি থেকে কারওয়ান বাজার যাবার পথে ফুটপাতটুকু ভ্রাম্যমান (মূলত স্থায়ী) খাবার তৈরীর দোকানদারদের দখলে। এ ফুটপাত দিয়ে একজন পুরুষের যাতায়াত যেখানে কষ্টকর, সেখানে একজন নারীর যাতায়াত দুষ্কর। এ বিষয়গুলোতে Daily Sun ও কালের কন্ঠের তথাকথিত বিবেকবানদের কোন উদ্যোগ নেই কেন তা জানতে বড় ইচ্ছে করে। আমার এ লেখার জন্য The Daily Sun ও কালের কন্ঠের তথাকথিত বিবেকবানরা আবার আমার উপর তেলেবেগুনে জ্বলে উঠবেন না। দয়া করে বিষয়টির সমাধান করতে উদ্যোগী হোন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।