আমাদের কথা খুঁজে নিন

   

চা শ্রমিকদের জীবন গাঁথা

আমি নতুন কে ভালোবাসি......

পড়াশোনার কারনে বর্তমানে সিলেট এ থাকছি।আর এরোই সুযোগে বেশ কয়েক বার চা বাগানে যাবার সুযোগ হয়েছে।চা বাগানের স্নিগ্ধ পরিবেশ দেখার পাশাপাশি চা শ্রমিকদের জীবন নিয়ে কথা বলার সুযোগ হয়।চা বাগানের মতো কিন্তু তাদের জীবন এতোটা সুন্দর নয়।তাদের না আছে ভালো শিক্ষার ব্যবষ্থা না আছে ভালো চিকিৎসার।তাদের এই কাজ তারা বংশপরসপ্ররায় করে আসছে।ব্রিটিশ গিয়ে পাকিস্তান এলো,এরপর হলো বাংলাদেশ,কিন্তু তাদের জীবনের কোন পরিবতন এল না।দু বেলা খাবার জুটাতে তাদের এখনো হিমশিম খেতে হয়।খাবার জুটাতে লাগে টাকা,আর তাদের দৈনিক বেতন মাত্র ১৫-২০ টাকা...... (চলবে...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।