আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীর হাতিয়ায় নৌ দুর্ঘটনায় দুই জেলে নিহত

নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে আজ ভোরে নৌ দুর্ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। মাছধরা একটি ট্রলার জোয়ারের তোড়ে ঘাটে নোঙ্গর করা সি-ট্রাক ও পল্টুনের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লক্ষীপুরের রামগতি উপজেলার সবুজবাগ গ্রামের নূর আহম্মদের ছেলে শরীফ(১৮) ও আবদুল মান্নানের ছেলে রিয়াজ(১৭)।

ঘটনাস্থল থেকে চেয়ারম্যান ঘাটের পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা তোফায়েল আহম্মেদ জানিয়েছেন, রামগতির নাহিদ মাঝির ইঞ্জিনচালিত ট্রলারে করে ৯ জন জেলে হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরছিলেন। ভোররাতে জেলেরা  চেয়ারম্যান ঘাটের কাছাকাছি অবস্থান করছিলেন। এ সময় বাতাস ও জোয়ারের তোড়ে ট্রলারটি ঘাটে নোঙ্গর করা এসটি ভাষা শহীদ সালাম সি-ট্রাক ও পল্টুনের সাথে সজোরে ধাক্কা লাগে। এক পর্যায়ে ট্রলারটি সি-ট্রাক ও পল্টুনের নিচের অংশের সাথে আটকে যায়। এ সময় অন্য জেলেরা দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে উপরে উঠে আসতে সক্ষম হলেও শরীফ আর রিয়াজ সেখানেই থেকে যান। দুপুর ১টার দিকে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.