আমাদের কথা খুঁজে নিন

   

মেহেদী দেওয়া কি আসলেই ইসলাম সম্মত !!!



ঈদের আগে মেহেদী দেওয়ার ধুম লাগে । অন্যান্য সাজগোজের মতই যদি মেহেদীকেও সাধারন সাজগোজ বলা হত তাহলে এই পোস্ট টা লিখতে বসতাম না । অনেকের ধারনা মেহেদী দেওয়া ইসলাম সম্মত ,অনেকে তো একধাপ এগিয়ে মেহেদী দেওয়াকে নবীর সুন্নত বলে চালিয়ে দিচ্ছে !!! বোটানিক এরোমা তো আরবি গানের মাধ্যমে মেহেদীর বিঙ্গাপন দিয়ে মেহেদী টা ইসলামিক করার চেষ্টা করতেছে । আবার কিছু কোম্পানী বলতেছে তাদের মেহেদী ১০০% হালাল !!! এবার দেখুন ইসলামের ইতিহাস , জিহাদে যেমন তরুণ রা অংশগ্রহন করত তেমনি বয়স্ক রাও অংশ নিত । বয়স্ক অনেকের মাথার চুল পেকে যেত/সাদা রং হয়ে যেত ।

তাদের চুল যাতে ঠিক থাকে এবং দেখতে যুবক দেখায় তার জন্যে মাথায় মেহেদী দেওয়া হত । হাতে পায়ে মেহেদী দেওয়ার ঘটনা ইসলামে নেয় । [উপরের ঘটনাটি বিভিন্ন ওয়াজে শুনছি ,অনেক হুজুর ও বলছেন । তাড়াহুড়োর কারনে আপাপতত কোন রেফারেন্স দিতে পারতেছি না । ] অবশেষে একটাই কথা ,আপনি মেহেদী দিবেন না কি করবেন সেইটা আপনার ব্যাপার ।

তবে এটা সুন্নত কিংবা ইসলামিক বলবেন না । । । 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.