আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নকুটিরের ডায়রি - মূর্খতা



ক্যাম্পাসে এখন আর আড্ডা দেয়া, ঘোরা ঘুরি করা হয়না, করতে ভালো লাগেনা । ক্যাম্পাস শ্যাডো, লাইব্রেরি চত্বর , ফ্যাকালটি চত্বর এখন প্রায় সব সময় অগনিত অচেনা মানুষে ভরে থাকে । কেউ কেউ হয়ত দল বেঁধে জমিয়ে আড্ডা দেয় কিন্তু আমার আর আড্ডা দেয়া হয়না । একটা প্রকট সঙ্কটে দ্বিধাগ্রস্ত হয়ে আমি ক্রমান্বয়ে অস্থির হয়ে যাচ্ছি, সম্ভবত আমি অসুস্থ হয়ে যাচ্ছি, পুরোপুরি অসুস্থ । মাঝে মাঝে অনেকে জানতে চায় , তোমার কি হয়েছে বলতো ? আমি বোকার মতো হেসে বলি, ভালো আছি, কই আমার তো কিছু হয়নি ।

রাত হলেই আমি আরও বেশী অস্থির হয়ে যাই । হল ছেঁড়ে রাস্তায় ঘুরে বেড়াই । মাঝে মাঝে স্ট্রিট লাইটের জণ্ডিস রঙ্গা আলোয় আমার ছায়া কে ভীষন লম্বা মনে হয় । আমি সেই লম্বা ছায়ার দূরত্ব মাপার চেষ্টা করি, কিন্তু পারিনা । আমি যতই ছায়াটা মাপতে যাই, আমার সমস্ত সুখের মতো ছায়াটাও ধীরে ধীরে দূরে সরে যায় ।

হঠাৎ হঠাৎ চারপাশ থেকে কে যেন বলে ওঠে, হেই, কেমন আছো ? "আছি, আছি কোনোরকম " আমার আর উত্তর দেয়া হয়না, দিতে ইচ্ছে করেনা । শুকনো খড়কুটোর মতো কেবল ভেসে যেতে ইচ্ছে করে দূরে, অজানা এক দূরে !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.