আমাদের কথা খুঁজে নিন

   

আমরা Mango people রাজনীতি বুঝি , Politicsতো বুঝি না ।

আমরা Mango people রাজনীতি বুঝি , Politicsতো বুঝি না । প্রজন্ম চত্বর কে ঘিরে এ কোন Politics চলছে সেটা আমার এই ছোট্ট মাথায় ঢুকছে না । আমি নিতান্ত সাধারণ মানুষ ( Mango people ) ... আজ আমার মনে শঙ্কা কাজ করছে ,আমাদের এই নতুন প্রজন্মের সরলতাকে কাজে লাগিয়ে স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ না হাসিল করে নেয় । এক ঢিলে দুই পাখি মারা কিংবা সাপ মরবে কিন্তু লাঠি ভাংবে না । এটা সম্ভব ।

কারন এটা রাজনীতি । কিন্তু আমার হিসেব টা মিলছে না । এই আন্দোলনে ক্ষমতাসীন দলের ভূমিকা নিয়ে । যুদ্ধাপরাধী দুজনের রায় হল । ।

দুজনের দুরকম । বাচ্চু রাজাকার কে ফাঁসি দেয়া হল অথচ কাদের মোল্লা কে যাবতজিবন । কেন ভাই কাদের মোল্লার অপরাধ কি বাচ্চু রাজাকারের চেয়ে কম ছিল , নাকি তিনি একটা খুন কম করেছেন । বিচার বিভাগ কতটুকু স্বাধীন ! সেটা কারো আজানা নয় । বিচার কারজে বরাবরই ক্ষমতাসিনদের কতটুকু ভূমিকা থাকে এটাও কারো আজানা নয় , তাহলে এই রায় কে আমরা কি বলবো ? প্রহসন নাকি অন্যকিছু ! আবার আন্দোলন দমনের ক্ষেত্রে সরকারের ভূমিকার কথাও সবাই জানেন ---- কিছুদিন আগেও আন্দোলনরত বেসরকারি শিক্ষক দের উপর পিপার স্প্রে করে তাদের আহত করা হল ।

একজন শিক্ষক প্রান ও দিলেন । এর বিচার কে করবে , সাগর রুনির প্রকৃত হত্যাকারীদের আজ ও কেন ধরা হচ্ছে না ? দ্রব্যমূল্য আমাদের নাগালের বাইরে । বেকারত্তের হার দিন দিন বেরেই চলেছে , পদ্মা সেতু কেলেঙ্কারি , আইন শৃঙ্খলার অবনতি , পিলখানা বিদ্রোহের তমসাচ্ছন্ন ঘটনা , দেশের এত এত সমস্যা গুলো নিয়ে কারো কি ভাবার সময় আছে ? হয়তো আছে কিন্তু ভাবনা বাস্তবায়নের ক্ষমতা আবার তাদের হাতে নেই । আমরা সাধারণরা অনেক বেশি অসহায় । আমরা না পারি কিছু বোলতে না পারি কিছু করতে ।

নির্বাক দর্শক হয়ে শোষণের কষাঘাতে পিষ্টই হই বার বার । ৪২ বছর পর আজ যুদ্ধাপরাধিদের বিচার এর দাবী উঠেছে , সবাই সোচ্চার হয়েছে , আমিও চাই বিচার হোক । কিন্তু বর্তমান সময়ে যে হত্যা , গুম , খুন , রাহাজানি হচ্ছে এর বিচার কবে হবে ? আর ও ৪২ বছর পর ? তার মানে আমরা ৪২ বছর পিছানো জাতি । তাই তো মনে হচ্ছে । কিছু কিছু মানুষ আছে যারা রাজাকার বলতে জামাতদের কেই মনে করে ।

কিন্তু দেশে, বিদেশে, কোনায়, চিপায় , সামনে পিছনে , আড়ালে ,আবডালে, ধরা ছোঁয়ার বাইরে ও অনেক রাজাকার আছে আমি এদের সহ জামাতিদের মাঝে যারা রাজাকার ছিল তাদের সবার বিচার চাই । আর জামাতিদের মাঝে এখন যারা সেই সব রাজাকার দের আদর্শে চলছে তাদের জন্য দোয়া রইল , তারা যেন সঠিক পথে ফিরে আসে । আর পবিত্র কোরআন এর আলোকে পূর্ণাঙ্গ জীবন যাপন এবং হযরত (সাঃ) প্রদর্শিত পথই সঠিক পথ , বলে আমার বিশ্বাস । এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না । আমি জানি ঘুরে ফিরে এই একই কথাই সবার মনের মাঝে ঘুরপাক খাচ্ছে ।

সবার মনেও একই প্রশ্ন , তবু সবাই নিশ্চচুপ । আমি কোন দলের মাঝে নেই – শুধু ভেবে কষ্ট হয় এই ভেবে যে দেশে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাকে রাজাকার বলা হয় ! সেই দেশে রাজাকারদের বিচার কতটুকু সুষ্ঠু হবে ? এজন্যই বলি আমরা Mango people রাজনীতি বুঝি , Politicsতো বুঝি না । আমাদের বুঝার কথাও না । কাউকে কটাক্ষ করার জন্য এই লেখা টা না । কোন দল কে অসন্মান করার জন্য ও নয় ।

নিতান্ত আম জনতার ভাবনা থেকেই লিখাটা লিখা । ভুল মার্জনীয় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।