আমাদের কথা খুঁজে নিন

   

মণি আপা তুমি ইতা কিতা কইলা??

তোমার চোখে আমার শেষ ঠিকানা, তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা বাংলাদেশের মহান জাতীয় সংসদের বিএনপি দলীয় এমপি নিলুফার ইয়াসমিন মনি গতকাল তৃতীয় মাত্রায় চোখে চশমা লাগিয়ে তার উপর দিয়ে তাকিয়ে যেভাবে কথা বলছিলেন তা দেখে আমার নিজেরই খুব লজ্জা লাগছিল, জানিনা যারা বিএনপি করেন তাদের অবস্থা কি রকম ছিল? বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার মণি "তৃতীয় মাত্রায় " বলেছেন - মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ, নাকি ৩ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তা নিয়ে তার প্রশ্ন আছে, ১টা শূণ্য নাকি ভুল করে বেশি হয়ে গেছে। (একজন সংসদ সদস্য জানেন না ৭১ এর মহান মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছিলেন এই লজ্জা আমরা কোথায় রাখব? ) তিনি আরও বলেছেন, ঝড়ে বক মরেছে তাই দেশ স্বাধীন হয়েছে, এখানে কারও কৃতিত্ব নাই। তিনি রাষ্ট বিজ্ঞানের ছাত্রী হিসেবে জেনেছেন বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষন শেষে "পাকিস্তান জিন্দাবাদ" বলেছেন এবং ২৫ শে মাচর্ সেচ্ছায় আত্বসমর্পন করেছেন। " শাহবাগ আর মাহমুদুর রহমান নিয়ে কি বলেছে সেটা আর নাই বা বললাম, অনুমান করে নিন। কিছু বলবার ভাষা নাই।

শুধু একটা কথা জানতে চাই মুক্তিযুদ্ধকে অপমান করার সাহস এরা কোথায় পায়? এদের দিয়ে আমরা কি আশা করি? এরা কি তরুন প্রজন্মের কলঙ্ক নয়? এরা কি বিএনপির কলঙ্ক নয়? এরা কি ৩০ লক্ষ শহিদের কলঙ্ক নয়? তিনি আওয়ামী লীগে রাজাকারদের অবস্থান জানাতে গিয়ে বলেন তৎকালীন চাঁদপুর জেলার একজন ডিসি এখন আওয়ামী লীগের বড় মাপের নেতা, সবিনয়ে বলতে চাই মনি আপু তুমি রাজনীতি বিজ্ঞানের ছাত্রী বলে দাবী কর তুমি কি জাননা চাঁদুপর জেলা হয়েছে ১৯৮২ সালের পর এরশাদ সরকারের নির্বাহী আদেশে কুমিল্লা জেলাকে ভেঙ্গে কুমিল্লা, ব্রাক্ষন বাড়ীয়া, চাঁদপুর এই তিনটি জেলা তৈরী হয়। তাহলে কিভাবে চাঁদপুর জেলার প্রশাসক (ডিসি) ৭১ এ ছিলেন। আমরা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা দ্বিধাহীন কন্ঠে বলতে চাই আমাদের যুদ্ধ সকল মানবতাবিরোধীদের বিরুদ্ধে কোন দলের পক্ষে বা বিপক্ষে নয়। আপনার মানবতাবিরোধী অপরাধীদের রক্ষার জন্য মিথ্যার বেশাত নিয়ে নির্লজ্জের মত যা করছেন তা এ জাতি কখনো ভুলবে না ঠিক সময় মত আপনারা জবাব পেয়ে যাবেন। অহিংস আন্দোলনের কি শক্তি তা ইতিমধ্যে আপনার টের পেয়েছেন, আমরা হিংসাত্মক আন্দোলনকে ঘৃনা করি।

আপনাদের রাজনৈতিক দলগুলোর হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে তরুন প্রজন্মের এই জোয়ার উঠেছে, সত্য টিকে থাকবে আর আপনারা যারা অসত্যের বেসাতি নিয়ে মাঠে আছেন তারা হারিয়ে যাবেন এটা নিশ্চিতভাবে জেনে নিন। দলীয় অবস্থান থেকে আওয়ামীলীগের সাথে আপনাদের মতের অমিল থাকতে পারে কিন্তু শাহাবাগের আন্দোলন আওয়ামীলীগের নয় এটা জাতীয় দাবী গত ৪২ বছর আপনাদের মত কিছু রাজনৈতিক পতিতা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সব কিছু উজার করে দিয়েছেন আপনাদের মামার বাড়ী পাকীদের মনরঞ্জন আর তাদের এদেশীয় দালাল রাজাকার আলবদর জামাত শিবিরের মেশিন এর কাছে, মেশিন কিন্তু কম্পেক্ট হইয়া গেছে অতএব সাধু সাবধান। দেখে নিতে পারেনঃ Click This Link এছাড়া এই লিঙ্ক এ গেলে আমাদের ইতিহাস কিছুটা জানা যাবে আশা করিঃ http://www.sachalayatan.com/kaustubh/48221 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।