আমাদের কথা খুঁজে নিন

   

এটিএম বুথের ক্যামেরায় ছবি দেখে ‘কার্ডচোর’ গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তির নাম জসিম উদ্দিন শাহেদ (৩০)। তিনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি কারখানার পরিদর্শক।
বুধবার দুপুরে কারখানায় কর্মরত অবস্থায় শাহেদকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।
র‌্যাব-৭ এর কর্মকর্তা এএসপি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহেদ এক ব্যক্তির এটিএম কার্ড চুরি করে বুথ থেকে ২৫ হাজার টাকা তুলে নেন। বুথের গোপন ক্যামেরায় ধারণ করা ছবি দেখে তাকে সনাক্ত করা হয়।


শাহেদ বন্দর টিলা এলাকার আলী হোসেনের কলোনির মেস বাড়িতে ভাড়া থাকেন। গত জুলাই মাসে তিনি তার কক্ষটি মহিউল নামের অন্য একজনকে ভাড়া দেন, কিন্তু ঘরের দুটি চাবির মধ্যে একটি নিজের কাছে রেখে দেন।
একাধিকবার চাবিটি চেয়েও তা না পেয়ে ইপিজেড থানায় একটি সাধারণ ডায়েরি করেন মহিউল।
এএসপি সাখাওয়াত জানান, গত ১০ জুলাই মেসের অন্য সদস্যরা তারাবির নামাজ পড়তে গেলে অন্য চাবিটি ব্যবহার করে মহিউলের কক্ষে ঢুকে শাহেদ নগদ ১৫ হাজার ৭০০ টাকা, দুটি মোবাইল ফোন সেট ও ডাচ বাংলা ব্যাংকের দুটি এটিএম কার্ড নিয়ে যায়।
“ওই রাতেই বন্দরটিলা এলাকায় ওই ব্যাংকের একটি বুথ থেকে এটিএম কার্ডের সাহায্যে ২০ হাজার টাকা ও নেভাল কলোনি এলাকার বুথ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা তুলে নেয় শাহেদ।


এই ঘটনার পর মহিউল থানায় অভিযোগ করেন ও র‌্যাবেরও সহায়তা চান।
র‌্যাব কর্মকর্তা সাখাওয়াত বলেন, “আমরা বুথের গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র এবং লেনদেনের সময়সূচি অনুসন্ধান করে শাহেদকে চিহ্নিত করি। পরে মহিউল তাকে সনাক্ত করেন। ”
গ্রেপ্তার শাহেদ এটিএম কার্ড চুরি করে টাকা তুলে নেয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান সাখাওয়াত।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.