আমাদের কথা খুঁজে নিন

   

বই পড়ার অভ্যাস

আমার ব্যক্তিগত ব্লগ

গল্পের বই পড়তে আমি সব সময়ই খুব ভালবাসি। পড়ার কিছু না পেয়ে অনেক সময় আমি প্রবন্ধ (যা আমি কখনও পড়তে পছন্দ করিনা) পড়েছি। এতে অনেক সময়ই অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। বই আনতে অনেকের বাসায় চলে গিয়েছি, যেখানে হয়তো যাওয়া আসা করার মতো গাঢ় সম্পর্ক ছিল না। কিন্তু কখনও কারো বই মেরে দেইনি।

এবার আসি আমার ছেলের কথায়। ও বই পড়তে খুব পছন্দ করে। মানে বইয়ের ছবি দেখতে। ও সুযোগ পেলে দৈনিক পত্রিকাও উলটে পালটে পড়ে। ওকে আমি বেশ কিছু বই কিনে দিয়েছি, যেমন ফলের, যানবাহনের, শাকসব্সজির, এছাড়া তামিম কিছু বই দিয়েছে, জন্মদিনেও বড় খালার কাছ থেকে পোকামাকড়ের উপর বই পেয়েছে।

ঘুম থেকে উঠে আগে নিজেই বই চাইতো পড়ার জন্য। ওকে এক ঘন্টা পড়িয়ে আমি উঠতে চাইলেও ও নিজে আরোও পড়তে চাইতো। পড়া মানে ছবি দেখিয়ে কোনটা কি বলা। এখনও সকাল হলে আমি নিজেই একটা বই বের করে দেই পড়ার জন্য। ইদানিং পড়ার চেয়ে রং করার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছি।

আমি বলি আচ্ছা রং বের করে দিচ্ছি তুমি ততক্ষনে একটু পড়ে নাও। ও তাড়াতাড়ি ছবিতে আংগুল দিয়ে বল, পাখি, রাজা, রানী ইত্যাদি এক পাতা পড়ে আমাকে বলে পড়া হয়ে গেছে, রম (রং) দাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।