আমাদের কথা খুঁজে নিন

   

মাকে আমি দুভাবে ভালবাসি

মাকে আমি দু ভাবে ভালবাসি, মাকে আমরা দুভাবে ভালবাসি। একভাবে সারাক্ষন ভালবেসে যাই, অন্যভাবে মাঝে মাঝে ভালবাসি। মাকে আমি দুভাবে ভালবাসি, মাকে আমরা দুভাবে ভালাবসি। সত্তা জুড়ে মায়ের জন্য সারাক্ষন ভালাবাসা জেগে থাকে, মাঝে মাঝে ভাষায় সে ভালবাসার প্রকাশ ঘটে। আবেগের তিব্রতা ভাষায় প্রকাশ করা দায়, ভাষায় কি সবসময় প্রকৃ্ত আবেগ প্রকাশ করা যায় ? মাকে আমি দুভাবে ভালবাসি, মাকে আমরা দুভাবে ভালবাসি।

যখন নির্বাক শিশুটি ছিলেম মাকে ভালবাসতাম, নিজের আবেগ দিয়ে তার প্রকাশ ঘটাতাম। নির্বাক ভালবাসায় মায়ের হৃদয় ছুয়ে যেতাম। মুখে ভালবাসি হয়ত বলেছি খুব কম, জানি শৈশবের নির্বাক সত্ত্বাটি মায়ের খুব আপনজন। মাকে আমি দুভাবে ভালবাস্‌ মাকে আমরা দুভাবে ভালবাসি। আমার না বলা কথা গুলি মা ঠিকই বুঝে নেয়, মাঝে মাঝে গভীর রাতে আমার শিয়রে এসে দাড়ায়।

আমার মাথায় মায়ের হাতের স্পর্স , আমার নির্বাক সত্ত্বাটি মায়ের ভালবাসায় সিক্ত হয়ে যায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।