আমাদের কথা খুঁজে নিন

   

কোন ব্লগ কেমন জনপ্রিয়?

কমেন্ট মারতেই নিক নিসি।

আমি নতুন ব্লগার,পোস্টাইতে মন চায় কিন্তু আমি তেমন জ্ঞানী না ,তাই আবারো হাজির হইলাম র‍্যাঙ্কিং নিয়া।তবে এইবার alexa.com(21.12.2010 ,10:00 PM) অনুসারে বাংলা ব্লগ সাইট (আমি যেইগুলার নাম জানি) সমূহের র‍্যাঙ্কিং,তাই দয়া কইরা মাইনাস দিয়া নিরুৎসাহিত কইরেন না। ব্র্যাকেটে বাংলাদেশে কত নাম্বার সাইট তা দেয়া হইল ১.সামহ্যোয়ারইনব্লগ (১১) ২.টেকটিউনস (২৯) ৩.প্রথম-আলো ব্লগ (৪৯) ৪.প্রজন্ম(৮১) ৫.সচলায়তন (১৪০) ৬.সোনারবাংলাদেশ (১৫৪) ৭.আমার ব্লগ (১৭০) ৮.বিজ্ঞান প্রযুক্তি (১৮০) ৯.ত্রিভুজ নেটওয়ার্ক (৬৪২) ১০.নাগরিক ব্লগ (৫১৫) ১১.আমরা বন্ধু (৭২১) ১২.মুক্তমনা (৯১১) ১৩.ক্যাডেটকলেজ ব্লগ (৪৭৩) ১৪.চতুর্মাত্রিক (৮১৮) ১৫.আইডি ফোরাম (১৮৫৫) ১৬.মুক্ত ব্লগ (৭৭২) ১৭.আমার বর্ণমালা (১৩৫০) ১৮.বকলম (পাই নাই) ১৯.আড্ডা ব্লগ (পাই নাই) ২০.একুশে ব্লগ (পাই নাই) কোনো ব্লগ বাদ পড়লে আওয়াজ দিয়েন,অ্যাড করে দিব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.