আমাদের কথা খুঁজে নিন

   

এই গ্রহের সবচাইতে ধনী মানুষদের প্রাইভেট প্লেনের কথা


১। উপরের এই প্লেনটার নাম এমব্রায়ার লিগেসি ৬৫০। প্রথম ছবিটা বাইরের বডির ছবি আর পরেরটা এর মালিক সহ ছবি। এটার দাম ২৯ মিলিয়ন ডলার প্রায় ২৩ কোটি টাকা! এটার মালিক বিখ্যাত চীনা অভিনেতা কুংফু ছবি খ্যাত জ্যাকি চান। প্লেনটাতে দুপাশে জ্যাকি চানের লোগো আছে ফলে সবাই বুঝতে পারে ভেতরে কে আছেন।

২। উপরের যে প্লেনটার বাইরের আর ভিতরের ছবি দেখলেন তার নাম ডাসল্ট ফ্যালকন ৯০০। এটার দাম ৩৩ মিলিয়ন ডলার আর এটার মালিক স্পেনের গ্লোবাস নামের ট্যুর অপারেটর কোম্পানীর মালিক সার্গিও মনটেগাজা। এই প্লেনটা ঘন্টায় ৫৯০ মাইল যেতে পারে আর রেন্জ ৪৫০০ মাইল, মানে একবার তেল ভরে উড়াল দিয়ে তেল না নিয়ে ৪৫০০ মাইল যেতে পারে। ৩।

এই প্লেনটার নাম বম্বারডিয়ার চ্যালেন্জার ৬০০। এটার দাম ২৫ মিলিয়ন ডলার। এটার মালিক ভারতীয় ব্যাবসায়ী গৌতম সিংহানিয়া, যিনি বিখ্যাত 'রেমনড' স্যুটিং কাপড়ের মিলের মালিক, উপরে ছবিতে গাড়ীর পাশের নায়ক নায়ক ভাবের তরুনটিই গৌতম সিংহানিয়া। ৪। উপরেরটা একটা গালফ স্ট্রীম-৪।

এটার দাম ৩৫ মিলিয়ন ডলার। এটার মালিক ভারতের রিয়েল এস্টেট ব্যাবসায়ী কে পি সিং, ছবি উপরেই দেয়া আছে। প্লেনটা ঘন্টায় ৫৮০ মাইল যায়। এটাতে ২ টা বেড, গোসলখানা আর আছে বিলাসবহুল আড্ডা মারবার জায়গা। ৩৫০০০ ফুট উঁচুতে আড্ডা মারবার জায়গাটা ভালই হবে।

৫। উপরে যে প্লেনটা দেখছেন তার নাম গালফ স্ট্রীম জি ৫৫০। এটার দাম ৩৬ মিলিয়ন ডলার। এটার মালিক ব্রটিশ বিলিয়নেয়ার ফিলিপ গ্রীন। প্লেনটার রেন্জ ৭০০০ মাইল, মানে যেখানে খুশি যেতে পারবেন।

৬। এবারের উপরের ছবির প্লেনটার নাম বমবারডিয়ার বিডি ৭০০ । এটার দাম ৪৫ মিলিয়ন ডলার। এটার মালিক এই গ্রহের সবচাইতে ধনী মানুষ মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস। এটা একটা এক হাজার বর্গফুটের বিলাস বহুল অফিস কাম বাসা সাথে বৈঠক খানা।

মোট ১৯ খানা সিট। রেন্জ ৭০৮০ মাইল। ৭। উপরের এই প্লেনটার নাম 'এমব্রায়ার লাইনেজ ১০০০' প্রথমে বাইরের অংশ তারপর ভিতরের অংশের ছবি দেয়া হলো। এটার দাম ৪৯.২৫ মিলিয়ন ডলার।

এটাতে ১৯০ জন প‌্যাসেন্জারের বদলে সিট মডিফাই করে ১৯ জনের বসবার আর আরাম করবার বন্দোবস্ত করা হয়েছে। এটার মালিক মেক্সিকোর ব্যাবসায়ী, 'ডেপোর্ডিও গুয়াডালাজারা' আর 'সিভাস ইউএসএ' এই দুটো ফুটবল ক্লাবের মালিক জনাব জর্গে ভারজারা (ছবি উপরে দেয়া হলো, ৩য় ছবি)। ৮। উপরে ভিতরের আর বাইরের ছবি যে প্লেনটার দেয়া হলো তার নাম ডাসল্ট ফ্যালকন ৭এক্স। এটার দাম ৫০ মিলিয়ন ডলার।

এই প্লেন আছে অনিল আম্বানীর (ছবি উপরে), বিল ক্লিনটনের আর স্টিফেন স্পিলবার্গের। এটার রেন্জ ৬৮০০ মাইল। সাংঘাতিক বিলাসবহুল প্লেন। ৯। উপরের ছবিটা একটা গালফ স্ট্রীম জি ৬৫০ প্লেনের।

এটার দাম ৬৫ মিলিয়ন ডলার। এরকম প্লেন আছে ওয়ারেন বুফেটের, অপরাহ্ উইনফ্রে'র। এটা বেশ জোরে চলে ঘন্টায় ৭০৪ মাইল! খুব বিলাসবহুল প্লেন এটা। এটার এত চাহিদা যে বিলিয়নেয়াররা সবাই লাইন ধরে কিনেন। লাইনের জায়গাটাই ছেড়ে দিলে ব্ল্যাকে বিক্রি হয় ৬ মিলিয়ন ডলারে! ১০।

উপরের এই প্লেনটার নাম বোয়িং বিজিনেস জেট-২ । এটা একটা সত্যিকার কমার্শিয়াল যাত্রীবাহী প্লেনকে মডিফাই করে বানানো। এটার দাম ৭৩ মিলিয়ন ডলার! এটার মালিক প্রখ্যাত ভারতীয় ব্যাবসায়ী মুকেশ আম্বানী। এটাতে বেডরুম বোর্ডরুম এক্সিকিউটিভ স্যুট সব আছে। একটা উড়ন্ত অফিস বাসা সব এটাই।

১১। উপরের এই বিশাল প্লেনটার নাম 'এয়ার বাস এ ৩১৯ এসিজে' । এটার দাম ৮১ মিলিয়ন ডলার! এটার মালিক ভারতীয় কিংফিশার এয়ার লাইনসের মালিক বিজয় মালিয়া। কিং ফিশার বিয়ার কোম্পানীও তার। প্লেনটা কেনার পর তিনি আরো ৪০ মিলিয়ন ডলার খরচ করে প্লেনটাকে নিজের ইচ্ছামত সাজিয়েছেন, আরো লাক্সারিয়াস করেছেন।

দারুন সৌখিন মানুষ। ১২। উপরের প্লেনটা একটা বোয়িং ৭৫৭ যার মালিক আমেরিকান বিলিয়নেয়ার ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের কাছেই আটলান্টিক সিটিতে তার ক্যাসিনো 'ট্রাম্প তাজমহলে' হয়ত অনেকেই বিশেষ করে সিনিয়ররা গেছেন। নিউইয়র্কে বিশাল কয়েকটা ভবনের মালিক ডোনাল্ড ট্রাম্প এর ছবিও দেয়া হল।

১৩। এটা একটা জোম্বো জেট 'বোয়িং ৭৪৭- ৮১ ভিআইপি'। ৪৫০ সিটের এই প্লেনটার দাম ১৫৩ মিলিয়ন ডলার। এই ব্যাক্তিগত প্লেনটার মালিক হংকং এর রিয়েল এস্টেট টাইকুন জোসেফ লও, উপরে ছবি। ।

১৪। উপরের এই চমৎকার প্লেনটার নাম বোয়িং ৭৬৭- ৩৩এ । এটার দাম ১৭০ মিলিয়ন ডলার। এটার মালিক জনাব রোমান আব্রামোভিক। চেনেন নি? ইনি বিখ্যাত চেলসী নামক ফুটবল টিমের মালিক।

এরকম প্লেন আরো আছে গুগলসের প্রতিষ্ঠাতা ল্যারি পেজের। এটাকে আরামদায়ক করবার জন্য ৩০০ সিটের বদলে জনা পন্চাশেকের থাকার বন্দোবস্ত করা হয়েছে। পুরা ফুটবল টিম নিয়ে তিনি এখান থেকে ওখানে আরামেই যান আর কি। দ্বিতীয় ছবিতে জেতবার ফুর্তিতে টিমের আনন্দ মালিকের আনন্দ। ।

উপরের তৃতীয় ছবিতে আব্রামোভিক। ১৫। আসেন এবার সবার শেষে। উপরের এই আজদাহা প্লেনটা দুনিয়ার অন্যতম দামী আর বড় প্লেন। এটার নাম 'এয়ার বাস এ ৩৮০'।

এটার দাম ৫০০ মিলিয়ন ডলার। অবশ্য এটাকে সাজসজ্জা করাতে আরো কত মিলিয়ন ডলার লেগেছে তা জানা নেই। এটাতে অর্ডার মোতাবেক দুইখানা রোলস রয়েস বা অন্য কোন গাড়ী রাখবার গ্যারেজ আছে। ঘোড়া আর উট রাখবার জন্য আস্তাবল আছে। এখানে একটা নামাজের ঘর আছে যেটা সর্বক্ষন ঘুরে যাতে সম্মুখটা কেবলার দিকেই থাকে।

এটার মালিক প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল, সৌদি প্রিন্স। ইনি সৌদি আরবের সবচাইতে প্রভাবশালী মানুষ, দুনিয়ার ২৬ তম ধনী ব্যাক্তি যার টাকা আছে ২০- ২৬ বিলিয়ন ডলারের মত। মানে ফর্বস বলে ২০ বিলিয়ন ডলার আছে আর তিনি নিজে বলেন ২৬ বিলিয়ন ডলার আছে। ইনি ক্যালিফোর্নিয়ার মেনলো ইউনিভার্সিটির বিজনেস গ্র্যাজুয়েট আর নিউইয়র্কের সিরাকুয ইউনিভার্সিটির মাষ্টার্স। সুত্র: Click This Link
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।