আমাদের কথা খুঁজে নিন

   

এ পৃথিবী অবাক তাকিয়ে রয়------সিরিয়াস দের জন্য নয়।

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......

যারা ভাব গাম্ভীর্য পছন্দ করেন এবং সিরিয়াস মুডে আছেন তাদের জন্য এই পোস্ট নয়। কাহিনি হইল এই সম্পরকে বিস্তর লিখালিখি হইসে। কিন্তু আমি তো লিখি নাই আর। শাহজালাল এয়ারপোর্ট আর তার প্লাজমা স্ক্রিন। বিভিন্ন সুত্রে কালকে দেখলাম প্লাজমা টিভি তে নাকি ভুলবশত ৫ মিনিট ধরে দুষ্টু ফিল্ম দেখান হইছে।

চিন্তা কইরা দেখেন কি সাংঘাতিক ভুল। ঐ সময় অনেক কেই নাকি লজ্জায় লাল হতে দেখা গেসে। পুরা দোষ ঐ অপারেটর বেটার। হারামজাদা প্লাজমা স্ক্রিনে দুষ্টু ফিল্ম ছেরে ঘুমায়া পরছিল। ঘুম যখন ভাঙল তখন ঐ ছাগল নিজেকে শ্বশুরবাড়িতে( ১৪ শিখ) আবিস্কার করল।

যাই হোক, এতে কি কি লাভ হল দেখা যাক----- * অনেকেই যারা ওখানে ছিল বড় পর্দায় কিছু দেখার সুযোগ পেল। *১ টা রেকর্ড ও হইল মে বি। গিনেস বুকে নাম উথলেও উঠতে পারে। * বাংলাদেশ বিভিন্ন বিদেশি মিডিয়ায় নিউজ কাভারেজ পাইল এই উসিলায়। *ঐ অপারেটর বেটা অচিরেই গাজি ইলিয়াসের মত সেলেব্রিটিতে পরিণত হতে পারে।

হয়ত তার নামেও ফেসবুকে পেজ খুলা হবে যাতে ১০০০০ এর উপর লাইক থাকবে। * যারা অইদিকে যাতায়াতের সময় স্ক্রিনের দিকে তাকাতেন না, এখন এই খবর ফ্লাস হবার পর অবশ্যই ১বার হলেউ তাকাবেন। আবার যদি দেখায়। * তারচেয়েউ বড় কথা শাহজালাল এয়ারপোর্ট এর ১ টা এ্যাড হয়ে গেল নামকরা মিডিয়াগুলোতে। * ব্রিটিশ আমেরিকান্রা যেখানে এই সাহস দেখাতে পারে না, সেখানে আমরা বিরাট সাহস দেখালাম।

আর মাথায় আসে না। নতুন কিছু পাইলে আপ্নারাউ দিয়েন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।