আমাদের কথা খুঁজে নিন

   

১৪০ পয়েন্ট অর্জন করে বিশ্বের সেরা বুদ্ধিমতী সুন্দরীর খেতাব জয় করেছেন ইংল্যান্ডের কেটি ফার

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি

বিশ্বের সেরা বুদ্ধিমতী সুন্দরীর খেতাব জয় করেছেন ইংল্যান্ডের কেটি ফার। কেটি তার অসামান্য বুদ্ধিমত্তা ও নান্দনিক দৈহিক সৌন্দর্যের গুণে ৪০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এ মুকুট তার মাথায় তুলে নেন। ১৯৮৬ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসা এ প্রতিযোগিতায় আইকিউ টেস্টে কেটি পেয়েছেন এযাবতকালের সর্বোচ্চ পয়েন্ট। ১৪০ পয়েন্ট অর্জন করেন তিনি। কেটি তার সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার দ্বারা বিচারকদের সন্তুষ্ট করে জিতেছেন ‘মিস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি’ পদক।

শুধু বুদ্ধিমত্তাতেই কেটি সেরা তা নয় বরং ইউনিভার্সিটি পর্যায়ে তিনি কিক বক্সিং চ্যাম্পিয়ন। কেটি একজন স্বনামধম্য মডেল এবং অভিনেত্রীও। মানবিক ক্ষেত্রেও কেটির রয়েছে সরব উপস্থিতি। তিনি একজন স্বেচ্ছাসেবী সাহায্যকর্মীও। ইংল্যান্ডের লিডসে বসবাসকারী কেটির বয়স ২৪ বছর।

মূলত মিস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির খেতাব জয়ীকেই বিশ্বের সেরা বুদ্ধিমতী সুন্দরী ভাবা হয়। কারণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সুন্দরীদের প্রতি বিচারকের ছুড়ে দেয়া আইকিউ টেস্টের প্রশ্নগুলো এতই বিদঘুটে থাকে যে তার উত্তর দিতেও অসামান্য বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। সান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।