আমাদের কথা খুঁজে নিন

   

ভাই ইলেক্ট্রিশিয়ান রা একটু এদিক আসেন তো একটা হাই-টেক প্রজেক্ট হাতে নিলাম

প্রতিদিনিই চিন্তা করি গতকাল আমি একটা ইডিয়ট ছিলাম

কাজ না থাকলে আর যা হয় একটা এন্ড্রয়েড মোবাইল আছে ইউজ করিনা। কারন এইটার ব্যাটারি ব্যাকাপ অনেক কম আর বাহির থেকে পাঠাইছে ব্যাটারিও পাচ্ছিনা যে চ্যাঞ্জ করব । কিন্ত এঈটার সেইরকম কনফিগারেশব আছে তাই গেইম টেইম খেইলা বা মুভি -গান শুনতে বেশ সুইট্যাবল । চিন্তা করতাছিলাম একটা আইপড কিনব এই কাজের জন্য কিন্ত হঠাত করেই আইডিয়া আসল যে এই ফোনটাই একটা মাল্টিমিডীয়া প্লেয়ার হিসেবে ইউজ করা যাক । তাই একটা পাওয়ার ব্যাঙ্ক বানানোর চিন্তা করতেছি। পাওয়ার ব্যাঙ্ক এর দাম যেহেতু অনেক ২-৩ হাজার ।তাই এমন একটা সিস্টেম করতে চাচ্ছি যে ৬টা নোকিয়ার ৩ পয়েন্ট ৭ ভোল্টের ব্যাটারি একসাথে ইউজ করব । এখন এমন একটা স্টেপ ডাউন কনভার্টার বা সার্কিট দরকার যেটা এই ভোল্ট ( ৬ ব্যাটারিতে প্রায় ২০-২২ ভোল্ট আসে) টা কে কনভার্ট করে ৩ পয়েন্ট ৭ ভোল্টে নামিয়ে আনবে যেটা দ্বারা মোবাইলটা চালাব। এতে করে ব্যাকাপ বেশি পাওয়া যাবে একটু হলেও ! আমার এক বন্দ্বু বলতেছে এইভাবে নাকি মোবাইল ইউজ করলে নস্ট হইয়া যাইতে পারে এখন ভাই পরামর্শ দেন কিভাবে কি করব .।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।