আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালায়ন...ও... ভাওতামী



দেশে চলতাছে ওয়াইম্যাক্স এর জোয়ার.. চারিদিকে এত প্রচার.. দেখলাম যুগের সাথে তাল তো মেলাতেই হয় কি করা.. রাজশাহীতে বাংলালায়ন চইলা আসছে... হই হই কইরা যাইয়া দুই বন্ধু কিনা নিয়া আসলাম বাংলালায়ন এর মডেম। আমি কিনলাম ওয়াইফাই ওয়ালাটা বন্ধুও তাই। আমারটা ২৫৬ কিলোবিট আর বন্ধুরটা ১২৮ কিলোবিট। চালাইলাম বেশ ভালো সুবিধা যা বলছিল সেই স্পিডই পাই। মনে মনে ব্যাপক খুশি আনলিমিটেড প‌্যাকেজ মজাতেই দিন কাটতেছিল।

কিন্তু ২ দিন হলো বন্ধুর নেট কানেকশন নাই। আমার আছে...!! ভাবলাম গ্যালো মডেমটা। তাড়াতাড়ি মডেম খুইলা নিয়া গেলাম দোকানদারের কাছে। সে যা বলল মেজাজটা খারাপ হয়ে গেল.. বলে কি বাংলালায়নে আর আনলিমিটেড প‌্যাকেজ নাই ১২৮ কিলোবিট...এ ৮ জিবি ২৫৬ কিলোবিট এ ১৪ জিবি ৫১২ কিলোবিট এ ৩০ জিবি লিমিটেড করছে। ক্যামন লাগে আগে থাইক্যা কোন নোটিশ নাই ইচ্ছামত কাম কইরা বইস্যা আছে.... বললাম নেট কানেকশন নাই ক্যান? ব্যাটা বলে আপনার ৮ জিবির ভিতর ৬ জিবি ব্যবহার হইছে তাই বিছিন্ন...!! বললাম ক্যান ৮ জিবি শ্যাষ না হইতেই বিছিন্ন ক্যান? বলে এইটা নোটিফিকেশন ৬ জিবি অতিক্রম হইলে লাইন বিছিন্ন হয়ে যাবে তখন তাদের কাছে গিয়ে সংযোগ চালু করতে হবে আর ৬ জিবি অতিক্রম হলে স্পিড কমে যাবে।

বললাম ভাই কত কমবে ..... সে বলল ১২৮কিলোবিট প‌্যাকেজ হলে ৫৬ কিলোবিট স্পিড পাবেন..!! শোনার পর থাইক্যা মেজাজ হট দেখলাম ব্যাটার কথা সত্য বন্ধুর স্পিড এখন ৬-৭ কিলোবাইট.. যেটা আগে ছিল ১৫-১৬ কিলোবাইট। তাহলে আপনারাই কন এগো কি করা উচিত??? এত ভাওতামী ক্যান...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।