আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামে গ্রামে উন্নয়নের বিলবোর্ড ঝুলানো হ÷

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, শহর থেকে এবার গ্রামে গ্রামে উন্নয়নের বিলবোর্ড ঝুলানো হবে। উন্নয়নের চিত্র শুধু আর শহরে নয় এরপর জেলায় জেলায়, ইউনিয়নে এমনকি গ্রামেও উন্নয়নমূলক কাজের বিলবোর্ড ঝুলানো হবে।

গতকাল জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব (৮ আগস্ট) ও শেখ কামালের (৬ আগস্ট) জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত 'সরকারের বিরুদ্ধে বিএনপির দেশে-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সাবেক এমপি হাজী সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বক্তব্য দেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশের উন্নয়ন, নির্মাণ অনেকেরই চোখে পড়ে না। অথচ বিলবোর্ডে আওয়ামী লীগের সফলতা দেখলে 'গেল গেল' বলে ওঠে। আপনারা কেবল ঢাকার বিলবোর্ড দেখেই অস্থির হয়ে গেলেন? বিলবোর্ড তো আরম্ভ হলো মাত্র। থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে বিলবোর্ড ছড়িয়ে দেওয়া হবে। তখন দেখা যাবে মিথ্যার বিরুদ্ধে সত্য দাঁড়াতে পারে কি না।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়া রাজপথের নয়, সাংবিধানিক বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করছেন। তাই তার জানা থাকা দরকার, সংবিধানে রয়েছে একজন সরকার প্রধান অন্য সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। আর অন্তর্বর্তী সরকার প্রধান কে হবেন সে সিদ্ধান্ত নেবে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, বিরোধীদলীয় নেত্রী নন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.