আমাদের কথা খুঁজে নিন

   

নিছক কৌতুক (কোনো সন্দেহ ছাড়াই ১৮+)

শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে!

... .. .. আলু চাচা তার সদ্য কৈশোর পেরুনো মেয়েকে বিয়ে দিলেন। বিয়ের কয়েকদিন পর. . নতুন জামাই শ্বশুর বাড়িতে এসেছে। বাড়িতে সকালে উঠে বিভিন্ন বিষয়ে কথা বলছে জামাই- শ্বশুর। শ্বাশুড়ী তখন উঠোন ঝাড়ু দেয়াতে ব্যস্ত। কিন্তু জামাই বাবুর শ্বশুড়ের কথা শোনায় মন নেই।

সে একবার শ্বশুড়ের দিকে তাকায়, আরেকবার উঠোনে। উঠোনে শ্বাশুড়ী উবু হয়ে ঝাড়ু দেয়ার কারণে তার বক্ষ এলাকা জামাই'র কাছে অতি সহজেই দৃশ্যমান হচ্ছিল। আলু চাচা টের পেলেন কাহিনী কি। জামাই বাবার চোখ রস খোঁজায় ব্যস্ত। আর থাকতে না পেরে ক্ষিপ্ত আ. চা জিজ্ঞেস করলেন. আলু চাচা- জামাই কি দেখেন? জামাই- না . মা . . নে কিছু না।

বলতে বলতে জামাই খেয়াল করলো পিছনে লাউ গাছ আছে। আ. চা- কিছুই না? জামাই- (ইতস্তত হয়ে) গাছে লাউ ঝুলতেছে তো। দেখতে খুব সুন্দর লাগতেছে। আ. চা - হু। ঠিকই বলছো বাবা।

এটার বীজ একটা তোমাদের বাড়িতেও পাঠাইছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।