আমাদের কথা খুঁজে নিন

   

আমার কবিতা

প্রীতিসত্যে অবগাহন করিয়া ফিরিতেছে অন্তর

ভালো লাগা ১৯৯৯ ইং। আজো ভুলতে পারছি না; সেই পদ্মার মাঝে-- পড়ন্ত বিকেলের ফেরীতে তোমাকে দেখেছিলাম। হাজারও চেষ্টা করে পারিনি তোমার নাম জানতে, নীড় ভাঙ্গা পাখীর মতো- একরাশ কষ্টো নিয়ে ব্যর্থ হয়ে ফিরে এল তোমার জানার প্রবল ইচ্ছেটা। অথচ সেই তোমাকে আজো ভুলতে পারছি না; একদিকে শান্ত পদ্মার মৃদু তরঙ্গ অপরদিকে পশ্চিম আকাশে সূর্যাস্তের লাল আবীরে মাখা দুই মিলে সন্ধাটাকে মনোমুগ্ধকর করেছিল তারই মাঝে দাড়িয়ে থাকা তোমাকে অসহ্য ভালো লেগেছিল। আমার স্বপ্ন, আমার আশা আবার যদি দেখা হতো সেই পদ্মার মাঝে--- সন্ধার ফেরীতে, তোমাতে-আমাতে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.