আমাদের কথা খুঁজে নিন

   

পাকি বাহিনীর আত্মসমর্পন অরোরার হাতে কেন?

ডিজি টাল (ডিরেক্টর জেনারেল অব টাল)

মুক্তযুদ্ধের যাবতীয় কর্মকাণ্ডের তদারক করেছেন তাজউদ্দিন, তাকে আওয়ামী কখনো বিশেষভাবে তুলে ধরেনি। তার মুল্যায়নও করে না। জাতীয় চার নেতার কাতারে ফেলে বছরে একবার ... পাকি বাহিনীর আত্মসমর্পন অরোরার হাতে কেন? জেনারেল ওসমানি অওয়ামী লীগের কাছে আরও নগন্য। তার জন্ম-মৃত্যু পালন করা হয় না। তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের দায়িত্বপালন করে বড় পাপ করেছেন।

জেনারেল ওসমানির কাছে আত্মসমর্পন করলে তা হতো, বাংলাদেশের কাছে পাকিস্তানের আত্মসমর্পন। এটা আওয়মী লীগ চায়নি। ভারতের চাপে কি না জানি না, তবে তারা চেয়েছিল জেনারেল অরোরার কাছেই পাকিস্তান আত্মসমর্পন করুক। সম্ভবত ভারতকে খুশি করার জন্যই এটা করা হয়েছিল। আর সে সময় বিশ্ববাসী জেনেছে ভারতের কাছে আত্মসমর্পন করল পাকিস্তান।

ভারত পাকিস্তানের যুদ্ধ শেষ হয়ে গেল। মাঝখান থেকে সুবিধা ভোগীর স্মবাধীন হলো বাংলাদেশ। ভারতই বাংলাদেশকে স্বাধীন করে দিল। কী আফসোস! এটা পরিকল্পিত। আর তাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আজও আন্তর্জাতিকভাবে ইন্দো-পাকিস্তানি ওয়ার হিসেবে চিহ্নিত।

কী যে মজা। এর দায় আওয়ামী লীগের। আমাদের বীর্য থেকে যে প্রজন্ম জন্ম নেবে তারা ঠিকই এই ইতিহাস খুজে বের করবে। । এটা আমার বিশ্বাস।

আপাতত মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব লোকজন মরে না যাওয়া পর্যন্ত এই ইতিহাসের সুরাহা হবে না বলেই আমি মনে করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.