আমাদের কথা খুঁজে নিন

   

গোমনাতি সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

মত প্রকাশের মুক্ত মাধ্যম তৈরী হোক
নীলফামারী ডোমার উপজেলার উত্তর গোমনাতি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আব্দুর রশীদ (৩২) ডোমরা উপজেলার পশ্চিম ছাতনাই গ্রামের আবু শামের ছেলে বলে জানা গেছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে সীমান্তের ৭৮৮ ও ৭৮৯ নম্বর পিলারের কাছে বাংলাদেশ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়বুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে রশীদসহ আরো ৫ জন গরু ব্যবসায়ী সীমান্তের অন্তত ২৫০ গজের মধ্যে ভারত থেকে আসা গরুর জন্য অপেক্ষা করছিল। এ সময় সীমান্তের অপর প্রান্তের বিএসএফ সদস্যরা অতর্কিতে গুলি বর্ষণ করে।

এতে ঘটনাস্থলেই রশীদ নিহত হয়। আহত একজনকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়। তবে বাকি ৩ জন ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে তিনি জানান। এদিকে একজনকে ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছে বালাপাড়া সীমান্তের বিডিআর কোম্পানি কমান্ডার। তিনি জানান, নিহত আব্দুর রশীদের লাশ ময়না তদন্তের জন্য স্থানীয় পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.