আমাদের কথা খুঁজে নিন

   

সম্পূর্ন সফলভাবে ইনস্টল করুন ubuntu restricted extras

আমি ব্লগিং,চ্যাটিং,ওয়েব ব্রাউজিং ইত্যাদি ও নতুন বন্ধু বানাতে পছন্দ করি।

অনেকেই সফলভাবে ubuntu restricted extras ইনস্টল করতে পারেন না। তাদের জন্যই আমার আজকের এই পোষ্ট: প্রথমে multiverse repository কে enable করুন। এজন্য System → Administration → Software sources → এ গিয়ে [ Ubuntu software Tab] এ ক্লিক করুন। এবার Software restrictecd by copyright or legal issue ( multiverse ) এর বাম দিকে টিক দিয়ে দিন।

Close এ ক্লিক করুন,এরপর Reload এ ক্লিক করুন। এরপর টার্মিনাল খুলুন (Applications → Accessories → Terminal), এই কমান্ড sudo dpkg –configure -a টাইপ করে Enter কি চাপুন,Password চাইবে, আপানার Password টাইপ করে Enter কি চাপুন। ঐ টার্মিনালটি চালু থাকা অবস্থাতেই (মিসিং অথবা পেন্ডিং প্যাকেজ গুলো জাচাই করতে এবং আপডেট ও আপগ্রেড করার জন্য )নিচের কমান্ডগুলো টাইপ করুণ : sudo apt-get -f install Enter কি চাপুন এবং কমান্ডটির কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরপর পরবর্তী কমান্ডগুলো একে একে টাইপ করুণ এবং একইভাবে কমান্ডটির কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন sudo apt-get –fix-missing install sudo apt-get clean sudo apt-get update sudo apt-get upgrade sudo apt-get dist-upgrade কমান্ডগুলোর কাজ শেষ হয়ে গেলে,সবশেষে এই কমান্ড : sudo apt-get install ubuntu-restricted-extras টাইপ করে Enter কি চাপুন এবং কমান্ডটির কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কমান্ডটির কাজ শেষ হওয়ার পর ubuntu/Linux Mint কে Restert দিন। ব্যাস, হয়ে গেল ubuntu restricted extras এর সফল ইনস্টলেশন।

মূল পোষ্ট এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.