আমাদের কথা খুঁজে নিন

   

♣♣ কবিতাঃ রুদ্ধ নিবেদন ♣♣

So lately, been wonderin, who'll be there to take my place. When I'm gone, you'll need LOVE, to light the shadows on your face....If I could, then I'd, I will go wherever you will go.. Way up high, or down low, I will go wherever you will go... আমার হাত ধরো, মনটাকে নিজের করো, যতটা পারো, এই আমাকে ভালবাসতে, বাসোনা! প্রতি মুহূর্তে পাশে থাকতে যদি চায় মন, থাকোনা! করেছি কবে বারন? যদি আবেগে উত্তপ্ত হতে ইচ্ছে করে, যদি ইচ্ছে করে মাথা রাখতে এই বুকের পরে, শুধু একটু কোমল পুড়িয়ে দিও সেথা নিঃশ্বাস দিয়ে, দাওনা! জ্বালিয়ে খাঁক করে ফেল এই উষর দেহ-মন, করোনা! আমায় দিশেহারা, করিনি তো কভু বারন। যদি শিশির ধরার ইচ্ছে হয়, ছুটতে চাও, করতে তেপান্তর জয়, শুধু সওয়ার হও মনের আবেগী রঙে, সেথা আলোকচ্ছটা ভাসাবে তোমায় সঙ্গে, হোকনা! আমার ভাঙা নাওয়ে জীবন বরন, ভাসিনা! কিছুক্ষণের আজীবন, করবোনা বারন। রুপোলী বিকেলের সব আলোতে, তোমাকে সাজাবো, যদি রাখো তোমাতে, যদি মন নাও, চল পথিকের সাথে, রবে ভালোবাসা, তোমার তরে, প্রভাতে কিংবা নিশিতে, এসোনা! মেয়ে ভালোবাসোনা, এ মনে করেছি লালন, যেওনা! হারিয়ে, তোমার তরে, রয়েছি আমি আজীবন। উৎসর্গঃ চাওয়া পাওয়ার হিসেব মিলাতে না পেরে যার সামনে দাঁড়িয়ে পড়ি, সেই জানালাটাকে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।