আমাদের কথা খুঁজে নিন

   

বীরাঙ্গনাদের তালিকা চাই, যুদ্ধশিশুদের তাদের মায়েদের সাথে সাক্ষাতেরও ব্যবস্থা চাই

মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ!

গত প্রায় ৪০টি বছর ধরে প্রতিটি সরকারই কেবল মুক্তিযোদ্ধাদের তালিকা করে। প্রতি টার্মেই লিস্টে কাঁটা ছেঁড়া, নতুন করে লিস্ট করা চলছেই। আজকের পত্রিকাতেও দেখলাম বিভিন্ন সময়ের মুক্তিযোদ্ধাদের লিস্ট নিয়ে নানারকম অসংগতি। এমনকি অনেক অমুক্তিযোদ্ধা বা রাজাকারেরাও লিস্টে নাম ঢুকিয়েছে, এমন অভিযোগও আছে। মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যার চেয়ে অতিরিক্ত নাম লিস্টে উঠার অভিযোগও দেখলাম।

এদেশে শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন যৎসামান্য সাহায্য উদ্যোগও বিভিন্ন সরকার থেকে শুরু করে বিভিন্ন সংগঠন মাঝে মাঝে নিয়ে থাকে। হ্যাঁ, যারা জীবন বাজী রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন, দেশের স্বাধীনতা এনেছেন, যাদের জন্য আমরা বলতে পারি এই বাংলাদেশ আমার, আমি বাংলাদেশী নারী,তাদের জন্য এ সাহায্যগুলো অনেক ক্ষুদ্রই, আরো অনেক কিছুই তাদের জন্য করা লাগতো আমাদের। তবুও আমার কিছু সুপ্ত ক্ষোভ আছে। আজ বিজয় দিবসের প্রাক্কালে সেই ক্ষোভটুকু প্রকাশ করতেই এই লেখা। বেশি ভূমিকা না নিয়েই বলতে চাই, আমাদের বীরাঙ্গনাদের তালিকা কই মাননীয় সরকার? তাদের জন্য কি রকমের ভাতার ব্যবস্থা করেছেন আপনারা এই পর্যন্ত? তাদের বা তাদের সন্তানদের জন্য কিরকম চাকুরীর কোটার বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোটার ব্যবস্থা করা হয়েছে এ পর্যন্ত? বীরাঙ্গনাদের ত্যাগের কথা আজ আর বিস্তারিত বর্ণনার কিছু নেই, সবাই জানে সে কথা।

ডঃ নীলিমা ইব্রাহীমের "আমি বীরাঙ্গনা বলছি" বইটা পড়ে যদি কারো চোখে পানি না আসে, বুকে মোচড় না দেয়, সে মানুষের সংজ্ঞাতেই পড়ে না। সেই ৭২-এ না হয় ঐসব নারীদের নিয়ে সমাজ বা লোকলজ্জার ভয় ছিল। অনেকেই তাদের গ্রহণ করতে চাইতো না। কিন্তু আজ এই ২০১০-এ? এখনো কি তাদের জন্য লোকলজ্জার ভয় আছে? সমাজ তাদের ত্যাগ করবে এরকম ভয় আছে? সত্যি আমরা এ ধরণের একটা পরিস্থিতি মেনে নেব? যদি আজো আমরা ভাবি যে তাদের প্রতি ৭১-এ যে অপরাধ করা হয়েছে, সেটা আসলে তাদের জন্য লজ্জার ব্যাপার, তাহলে আমি বলতে চাই এটা বীরাঙ্গনাদের লজ্জা নয়, এটা আমাদের লজ্জা! ওই সময়ে অনেক যুদ্ধশিশুকে অনেক বিদেশীরা দত্তক নিয়ে গিয়েছিলেন। অনেকে হয়তো গোপন আতুরঘরে জন্মেছে, যারা প্রকাশ্যে নিজের বাবার পরিচয় দিতে পারে না, বা হয়তো জানেও না কে তার বাবা? আবার অনেকেই হয়তো নিজের সত্যিকারের মাকে একনজর দেখারও সুযোগ পায়নি আজ পর্যন্ত।

আজতক আমরা কেবল যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধীদের বিচার চাইছি, সেখানেও অনেক গড়িমসি, ঢিলেমী দেখা যাচ্ছে। আবার পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার তেমন কোন উদ্যোগও দেখছি না। তারপরেও বলি শেষ পর্যন্ত যদি বিচার সংগঠিত হয়ও কেবল কিছু লোকের বড় জোর ফাঁসি হতে পারে। তাতে করে কিছু মানসিক সান্তনা ছাড়া আর কি কিছু হবে? তাই সরকারের প্রতি আমার অনুরোধ এসব বীরাঙ্গনাদের ও যুদ্ধশিশুদের নিয়ে সত্যিকারের কিছু করুন। তাদের ত্যাগের স্বীকৃতি কেবল একটা উপাধি দিয়ে নয়, আরো কিছু করার মাধ্যমে দিন।

তাদের তালিকা তৈরী করে বিভিন্ন সরকারী সুযোগ-সুবিধার আওতায় আনুন। তাদের সন্তানদের জন্যও লেখাপড়া ও চাকুরী কোটার ব্যবস্থা নিন। জোর প্রচারণা চালান বীরাঙ্গনাদের সম্মানের পক্ষে যাতে করে কেউ তাদের ন্যূনতম অসম্মান করার সাহস না দেখাতে পারে, বা ভিটেছাড়া করতে না পারে। এছাড়া দেশে-বিদেশে যেখানেই যুদ্ধশিশুরা আছে, একটা জাতীয় সম্মেলনের মাধ্যমে সকল বীরাঙ্গনাদের সাথে তাদের সাক্ষাতের ব্যবস্থা করা হোক। সবাইকে অন্তত একবারের জন্য এদেশে আসুক।

যে দেশের জন্মের সাথে তাদের জন্ম জড়িয়ে আছে, যে দেশের জন্য ঐসব শিশু তাদের আসল মায়ের বুকে থাকতে পারেনি, যারা তাদের আসল পিতার পরিচয় জানে না, যাদের আমরা এদেশে এতোটুকু ঠাই দিতে পারিনি, তাদেরকে অন্তত একবার তাদের মায়ের সাথে সাক্ষাতের সুযোগ করে দিন। হয়তো আজ এতো বছর পর অনেক শিশুই তাদের আসল মাকে খুঁজে পাবে না বা একে অপরকে চিনবে না, তবুও অন্য আরো অনেক বীরাঙ্গনা মায়েদের মুখ দেখে নিজের হতভাগী মায়ের মুখ তো তারা কল্পনা করে নিতে পারবে, এতেই বা কম কি! সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.