আমাদের কথা খুঁজে নিন

   

এই গ্রেফতারের কারণ কি, বলতে পারেন?

সুন্দর আগামীর প্রত্যাশায়......

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলামকে আটক করা হয়েছে। আজ বিকেল ৪টা ২০ মিনিটে মুফতি ইজহারুল ইসলামকে তার লালখান বাজার মাদ্রাসা কমপ্লেক্স থেকে আটক করে র‌্যাব সদস্যরা। বেলা সাড়ে তিনটার দিকে র‌্যাব-৭ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এক থেকে দেড়শ র‌্যাব সদস্য নগরীর লালখান বাজার হাই লেভেল রোডের শেষ মাথায় পাহাড়ে অবস্থিত মুফতি ইজহারুলের পরিচালিত জমিয়াতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ঘেরাও করে অভিযান চালায়। পরে মাদ্রাসার ভেতর থেকে মুফতি ইজহারকে বের করে কালো গ্লাসের গাড়িতে করে র‌্যাব মাদ্রাসা কমপ্লেক্স এলাকা ত্যাগ করে। এর আগে র‌্যাবের একজন কর্মকর্তা জানান, মূলত মুফতি ইজহারকে গ্রেফতার করতেই অভিযান চলছে।

সাড়ে ৪টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাবের একটি অংশ মাদ্রাসার ভিতরে বস্থান করছিল। তবে উপস্থিত সংবাদকর্মীদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না র‌্যাব। এদিকে মুফতি ইজহারকে আটক করে নিয়ে যাওয়ার পর তার অনুসারীরা এলাকায় বিক্ষোভ করে। এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে গত সোমবার রাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে র‌্যাব কর্তৃক গ্রেফতার হওয়া ৫ হুজি নেতাকে নিজের দলের নেতা এবং মাদ্রাসার শিক্ষক দাবি করেন মুফতি ইজহার। তিনি অভিযোগ করে বলেন, তাদের ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে সাদা পোশাকধারী কিছু লোক গ্রেফতার করে হরকাতুল জেহাদ নেতা সাজিয়ে রাউজানের গহীন অরণ্য থেকে গ্রেপ্তার করেছে বলে প্রচার করেছে।

জঙ্গিবাদ দমনের নামে সরকার দেশকে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, অযথা জঙ্গিবাদের অপবাদ দিয়ে বিচারবহির্ভূত হত্যা, বিচারবহির্ভূত অপহরণ, মামলা-হামলা, হয়রানি বন্ধ না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, দেশকে সংঘাতের পথে ঠেলে দেবেন না। আগামী ২৬ ডিসেম্বর ওলামা-মাশায়েখদের ডাকা হরতালে সমর্থন দেয়ারও ঘোষণা দেন মুফতি ইজহার । সংবাদ সম্মেলনের পর তার মাদ্রাসা কমপ্লেক্স ঘেরাও করে আটক করে র‌্যাব।

তবে র‌্যাবের কর্মকর্তা মেজর আশফাক শীর্ষ নিউজ ডটকমকে জানিয়েছেন, মুফতি ইজহারকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।