আমাদের কথা খুঁজে নিন

   

SRK রে নিয়া পোস্ট দিলাম......মাইন্ড খাইয়েন না......



আমাদের প্রিয় (!?) SRK সাহেব রে নিয়া দেবাশীষ বিশ্বাস এর স্মৃতিচারণ............( কপি পেস্ট ফ্রম Click This Link )...... ""‘আমি অবাক, হতবাক, বিস্মিত!’"" কিং খান লাইভ ইন ঢাকা অনুষ্ঠানের আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর কাছ থেকে বেশ কিছু দিন আগেই শুনেছিলাম শাহরুখ খান আসবেন। শাহরুখ খান? তিনি আসবেন? সত্যি? আয়োজকদের প্রতি আস্থা থাকলেও সন্দেহ ছিল কিঞ্চিত। কিন্তু সব সন্দেহ, জল্পনা-কল্পনার অবসান ঘটালেন শাহরুখ। তাঁকে কাছ থেকে দেখার ইচ্ছাটা তো ছিলই। অনেকটা হঠাৎ করেই পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করার প্রস্তাব পেলাম আমি।

অনুষ্ঠানের আগের রাত কাটল উত্তেজনায়। উন্মাদনায়। প্রায় নির্ঘুম কেটেছে পুরো রাত। অনুষ্ঠানের দিন শুক্রবার সকালে আর্মি স্টেডিয়ামে উপস্থিত হলাম। শুরু হলো স্টেজ রিহার্সাল।

দুপুরে এলেন শাহরুখ খান। সঙ্গে রানী মুখার্জি, অর্জুন রামপাল, ইশা কোপিকার এবং অন্যরা। শাহরুখ অভিনীত একেকটি ছায়াছবি বহুবার দেখা আমার। আমার চোখের সামনে তখন তিনি। আমি অবাক, হতবাক, বিস্মিত! সম্বোধন করে তাঁকে শ্রদ্ধা জানালাম।

বিনিময়ে আমাকেও তিনি ইশারায় আদাব জানালেন। ভীষণ ভালো লাগল। আগ্রহভরে দাঁড়িয়ে দেখলাম টানা দুই ঘণ্টার মহড়া। দু-একবার তিনি তাকালেন আমার দিকে। চোখ ভিজে গেল।

উত্তেজনা সামলানোর চেষ্টা করলাম। অনুষ্ঠানের সময় ঘনিয়ে এল। কানায় কানায় পূর্ণ দর্শক আর্মি স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের বিশাল মঞ্চে মাইক্রোফোন হাতে আমি দেশের এ যাবৎকালের অন্যতম বড় ইভেন্টের শুভ সূচনার ঘোষণা দিলাম। সঞ্চালক হওয়ার কারণে আমি আগেই জানতাম শাহরুখ খানের পরিবেশনার সময়টা। মঞ্চের ঠিক বাইরে বাঁ দিকের উইংসে সেই মুহূর্তে প্রহর গুনছিলাম আমি।

হঠাৎ কোনো একজনের পরনে জামা-কাপড়ের স্পর্শ অনুভব করলাম। ঘুরে তাকালাম। দেখলাম শাহরুখ খান পাশে দাঁড়িয়ে, আমার মতোই মঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শাহরুখ খানের দিকে তাকিয়ে একটু হেসে ইশারায় তাঁর সম্মতি গ্রহণ করে মঞ্চে গেলাম। এল আমার এই উপস্থাপক জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।

জীবনে অনেক তারকাকে মঞ্চে ডেকেছি। কিন্তু শাহরুখকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাব—কখনোই ভাবিনি। তাঁর সম্পর্কে দু-তিনটি লাইন বলার সুযোগ নিয়ে পরক্ষণেই গর্বিত আমি আমন্ত্রণ জানালাম বলিউডের কিং খান, শাহরুখ খানকে। তিনি মঞ্চে এলেন। পারফর্ম করলেন।

দর্শক মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করলেন তাঁর সব পরিবেশনা। পারফরম্যান্স শেষে তিনি সেই উইংস দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আমার দিকে তাঁর তর্জনী দিয়ে তাক করে বললেন, ‘ওয়েল ডান, গুড জব। ’ মহাতারকার কাছ থেকে পাওয়া আমাকে উৎসাহ দেওয়া এই চারটি শব্দ পাওয়ার পর মনে হলো, এরপর আর কি চাওয়ার কিছু থাকতে পারে?.................... এই লোকরে শিখানো যেতে পারে আর কি কি চাওয়া যায়.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।