আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের জামায়াত কোথায় কখন ??? জেনে নিন এখনই

পবিত্র ঈদুল ফিতর শুক্রবার বা শনিবার যে দিনই অনুষ্ঠিত হোক না কেন ঈদের নামাযের সময়সীমার কোন পরিবর্তন হবে না। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহ উদ্দিন। বৃষ্টির কথা চিন্তা করে জাতীয় ঈদগাহের পুরো ময়দান সামিয়ানা দিয়ে ঢেকে দেয়া হয়েছে। ফলে বৃষ্টিতে নামাযের কোন সমস্যা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


বায়তুল মোকাররমে
ঈদের ৫টি জামায়াত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল ৮টায়, তৃতীয় জামায়াত সকাল ৯টায়, চতুর্থ জামায়াত সকাল ১০টায় এবং ৫ম ও সর্বশেষ জামায়াত সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এসব জামায়াতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের ইমামগণ।
মসজিদ মিশনের কাটাবন কেন্দ্রীয় মসজিদে সকাল ৭টায়, সকাল ৭টা ৪৫ মিনিটে ও সকাল সাড়ে ৮টায় তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টা ও সকাল ৯টায় দুটি জামায়াত অনুষ্ঠিত হবে।

এছাড়া ছলিমুল্লাহ মুসলিম হলে সকাল ৮টায়, শহীদুল্লাহ হলে সাড়ে ৮টায় জামায়াত অনুষ্ঠিত হবে।
গুলশান সেন্ট্রাল মসজিদ এবং ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় জামায়াত অনুষ্ঠিত হবে, তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
নীলক্ষেত বাবুপুরা শাহ্ সাহেব বাড়ি মরিয়ম বিবি শাহী মসজিদে সকাল সাড়ে ৮টা ও সকাল ১০টায় দুটি জামায়াত অনুষ্ঠিত হবে।
ধানমন্ডি ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, মিরপুর ১১নং মসজিদ বায়তুল ফালাহ কমপ্লেক্সে সকাল ৮টা ও ৯টায় দু’টি জামায়াত অনুষ্ঠিত হবে। সিদ্ধেশ্বরী হাইস্কুল জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় দুটি জামায়াত অনুষ্ঠিত হবে।

পল্লবী বায়তুল ফালাহ জামে মসজিদ কমপ্লেক্সে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায় দু’টি জামায়াত অনুষ্ঠিত হবে। শাহজাহানপুর রেলওয়ে কলোনীস্থ বায়তুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গনে সকাল ৮টা ১৫ মিনিটে জামায়াত অনুষ্ঠিত হবে। সায়েদাবাদ আরজু শাহ্ দরবার শরীফ বড় জামে মসজিদে সকাল ৮টায়, সাড়ে ৮টায় এবং ৯টায় তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। গেন্ডারিয়া ধুপখোলাস্থ ইস্ট এন্ড ক্লাব মাঠে সকাল ৮টায়, আবহাওয়া প্রতিকূল হলে গেন্ডারিয়া কমিউনিটি সেন্টারে সকাল ৮টায় জামায়াত অনুষ্ঠিত হবে। পূর্বগ্রাম-ভাওয়ালিয়াপাড়া ঈদ জামায়াত ময়দানে সকাল ৯টায়, পঞ্চবটি পাঁচতলা কলোনী মাঠে সকাল ৯টায় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।

এছাড়াও ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে স্থানীয় সময়সূচি অনুযায়ী ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
শোলাকিয়ার জামায়াত
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে সকাল ১০টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এখানে ঈদের জামায়াতের ইমামতি করবেন মাওলানা ফরিদউদ্দিন মাসউদ।
নরসিংদী জেলার বৃহত্তম ঈদগাহ মনোহরদী উপজেলার পীরপুর ঈদগাহে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। লক্ষ্মীপুরের সর্ববৃহৎ ঈদের জামায়াত হায়দর গঞ্জ ঈদগাহ ময়দানে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।


সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা । ঈদ মোবারক ।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.