আমাদের কথা খুঁজে নিন

   

মনে হচ্ছে ব্লগারদের গলায় নাস্তিকের টাই পরাতে পারলেই উনাদের উদ্দেশ্য সফল হবে।

আমার নীড় আমার ভালোবাসা। আমার নীড়ের জন্য আমি সব কিছু করতে পারি। আমি মোবাইল আর আমার নীড় আমার নোকিয়া মোবাইলের থাইলেন্ড কোম্পানির ব্যাটারি। যেই ব্যাটারি আমাকে এনার্জি দেয় বলেই আমি এখনো সচল আছি। আমরা যারা ব্লগার তারা নাকি নাস্তিক।

আচ্ছা আমাদের নাস্তিক বানানোর জন্য সবাই উঠে পরে লেগেছে কেন? সবাই মানে বুঝতেই পারছেন কারা। আমারা কেন নাস্তিক? আমরা নাস্তিক কেন তার কারন গুলো আমি বলছি..... আমরা যুদ্ধাপাধীদের বিচার চাই। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে চাই। যারা আমাদের এই পবিত্র ধর্ম ইসলামকে বেঁচে খাচ্ছে তাদেরকে বিতারিত করতে চাই। আমরা কোন দল করি না।

আমরা কাউকে ভয় পেয়ে ব্লগিং করি না। আমরা স্পষ্টভাষী। আর সবচেয়ে বড় যে বিষয়টি যার কারনে ব্লগারদের নাস্তিক বলা হচ্ছে তা হচ্ছে শাহবাগের আন্দোলোন ৭১ এর রুপ নিয়েছে। হ্যা, আমি মানি এখানে সবাই যে আস্তিক তা না। কেউ কেউ আছে নাস্তিক।

কিন্তু তাদের জন্য আমাদের সবাইকে নাস্তিকের টাই পরিয়ে দেয়া হচ্ছে কেন?যারা ব্লগিং করে তাদের মধ্যে কে কে নাস্তিক আর কে কে আস্তিক তা ব্লগারদের প্রফাইল চেক করলেই বুঝা যায়। যারা ব্লগাদের নাস্তিকের টাই পরানোর চেষ্টা করছে, তারা সেই সব মানুষদেরকে ধারনা দিচ্ছে যারা কিনা ইনটারনেট খুব একটা বুঝে না। এটা আমরা নিজের বানানো কোন কথা নয়, আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখন আপনারা জানতে চাইতে পারেন কি অভিজ্ঞতা? নিজের অভিজ্ঞতা যদি বলতেই হয় তাহলে আমি আমার একজন পরিচিত মানুষকেই দিয়েই শুরু করবো। আমি যার কথা বলব সে ইন্টারনেট, কপিউটার সবই বুঝেন কিন্তু অপারেট করতে জানেন না।

সত্যি বলতে ব্লগার শব্দের অর্থ কি উনি জানে না। তাই একদিন আমাকে জিজ্ঞাসা করলো "ব্লগার কাদেরকে বলে?" আমি যথারীতি ব্যাখা দিলাম আমার সেও বুঝতে পারল। হঠাৎ বলে উঠল তাহলে ব্লগারদের নাস্তিক বলে কেন? তখন আমি বললাম কথাটা সঠিক নয়। ব্লগারাও সাধারন মানুষ। একটু ভেবে বলুন তো আমাদের সমাজের সাধারন মানুষ সবাই কি নাস্তিক? সে বলল না।

আমি বললাম ব্লগারাও তো সাধারন মানুষ। তাহলে তারা সবাই কেন নাস্তিক হবে? তখন তাকে বললাম এটা একটা ভ্রান্ত ধারণা সবার মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছে। স্বাভাবিক দৃষ্টিতে এরকম কিছুই না। বললাম আপনি যদি ইন্টারনেট ব্যবহার করতে জানতেন তাহলে আপনাকে সব ব্লগারদের প্রফাইল চেক করে দেখাতাম। তখন উনি বললেন, উনি নাকি কোথা থেকে শুনে এসেছে যে ব্লগাররা নাস্তিক।

যাইহোক তার এই ভুল ধারণা আমি দুর করতে পেরেছি বলে মনে হচ্ছে। এখানে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে কেউ বুঝে ইচ্ছাকৃতভবে ব্লগাদের নাস্তিক বানাতে চাচ্ছে আর কেউ না বুঝে বলছে। হ্য়তো অনেকেই এখনো জানে না যে ব্লগার কাদেরকে বলে। আমারদের কি উচিৎ না সাধারন মানুষে বুঝানো ব্লগার কাদেরকে বলে। আর যারা এইসব ছড়িয়ে বেরাচ্ছে যে ব্লগাররা নাস্তিক তাদের উদ্দেশ্যে আর কি বলব।

উনারা নিজেরাই আস্তিক কিনা আমার এখন সেটাই সন্দেহ হচ্ছে। তাদের মধ্যে কি আল্লাহর ভয় আছে? উনারা কি নিজেরা জানে উনারা কি করে বেরাচ্ছে? আসলে উনারা কি চায়? আমার মনে হয় ব্লগারদের গলায় নাস্তিকের টাই পরাতে পারলেই উনাদের উদ্দেশ্য সফল হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।