আমাদের কথা খুঁজে নিন

   

কেন এই স্যামু নামের একটি ব্লগ কিংবা যেই মহান ব্যাক্তি বর্গ এটার পরিচালনায় মহতি ভূমিকা রেখে আসছে - এই স্যামু বা ঊনাদের ঊদ্দেশ্যটা কি বা কি ছিল ??? আর এখানকার ব্লগ ব্যাবহার কারিরা এটাকে কিভাবে দেখে বা দেখছে ???

অজানাকে জানতে এক দূর্নিবার যাত্রা।

একটা ভূখন্ডে লাখ মানুষের বাস । নিশ্চিত বলা যায় কার ও চিন্তা ভাবনার সাথে করোরটারই মিল পাওয়া যাবে না। ঠিক তেমনি এইটা ও বলা যায়- বিশেষ কিছু মৌ্লিক বিষয়তে লক্ষ ও ঊদ্দেশ্য কে সামনে রেখে সবাই একমত হয় বা হয়ে থাকে । এভাবেই চলে সমাজ , দেশ তথা সমগ্র পৃথিবী । সেই সাথে এটা না বললে নয় , প্রতিটি বিষয়ই আলোচনা কিংবা সমালোচনার ঊর্ধে নয় । আর এটাও নিশ্চিত জানি যে , এই স্যামুতে তথা এখান কার যারা সম্মানিত ব্লগার তারা নিঃসন্দেহে অনেক ভাল এবং খুব ঊচু মানের কমান্ট দিতে পারদর্শি । তাই এই স্যামুর লক্ষ ও ঊদ্দেশ্য নিয়ে - সমস্ত সম্মানিত ব্লগারদের নিকট থেকে তাদের মতামত জানার নিমিত্তেই আমি ঊদাত্ত কন্ঠে আহব্বান জানাচ্ছি ??? একটু দেখার বা জানার ইচ্ছে থেকেই আমার এই আহব্বান !!! কেঊ কি আছেন এই সম্পর্কে সঠিক ধারনা রাখেন ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।