আমাদের কথা খুঁজে নিন

   

রুকুর আগে ও পরে রাফউল ইয়াদাঈন



ইসলামিক ফাউন্ডেশন | সহীহ বুখারি | অধ্যায়ঃ ১০/ আযান | হাদিস নাম্বার: 699 ৬৯৯ - আবদুল্লাহ ইবন মাসলামা (রহঃ)............ সালিম ইবন আবদুল্লাহ (রাঃ) তাঁর পিতা থেকে বর্ণিত যে,রাসূলুল্লাহ্‌(সাঃ) . যখন সালাত শুরু করতেন, তখন উভয় হাত তাঁর কাঁদ বরাবর উঠাতেন। আর রুকুতে যাওয়ার জন্য তাকবীর বলতেন এবং যখন রুকু থেকে মাথা উঠাতেন তখনও অনুরূপ ভাবে দু’হাত উঠাতেন এবং সামিয়াল্লাহু লিমান হামিদাহ ও রাব্বানা ওয়ালাকাল হামদ বলতেন। কিন্তু সিজদার সময় এরূপ করতেন না। @ @ ইসলামিক ফাউন্ডেশন | সহীহ বুখারি | অধ্যায়ঃ ১০/ আযান | হাদিস নাম্বার: 700 ৭০০- মুহাম্মদ ইবন মুকাতিল (রহঃ)............ আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌(সাঃ) . কে দেখেছি, তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন উভয় হাত কাঁদ বরাবর উঠাতেন। এবং যখন তিনি রুকু’র জন্য তাকবীর বলতেন তখনও এরূপ করতেন।

আবার যখন রুকু থেকে মাথা উঠাতেন তখনও এরূপ করতেন এবং সামিয়াল্লাহু লিমান হামিদাহ বলতেন। তবে সিজদার সময় এরুপ করতেন না। @ @ ইসলামিক ফাউন্ডেশন | সহীহ বুখারি | অধ্যায়ঃ ১০/ আযান | হাদিস নাম্বার: 701 ৭০১ - ইসহাক ওয়াসিতী (রহঃ)...... আবূ কিলাবা (রা.) থেকে বর্ণিত, তিনি মালিক ইবন হুওয়ায়িরিস (রা.) কে দেখেছেন, তিনি যখন সালাত আদায় করতেন তখন তাকবীর বলতেন এবং তাঁর দু’হাত উঠাতেন। আর যখন রূকূ’ করার ইচ্ছা করতেন তখনও তাঁর উভয় হাত উঠাতেন, আবার যখন রুকূ’ থেকে মাথা উঠাতেন তখনও তাঁর উভয় হাত উঠাতেন এবংতিনি বণনা করেনযে, রাসূলুল্লাহ্‌ (সাঃ) ্ (সাএরূপ করেছেন। @ @ ইসলামিক ফাউন্ডেশন | সহীহ বুখারি | অধ্যায়ঃ ১০/ আযান | হাদিস নাম্বার: 702 ৭০২ -আবুল হয়ামান (রহঃ)....... আবদুল্লাহ্ ইবন উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নাবী (সাঃ) . কে তাকবীর দিয়ে সালাত শুরু করতে দেখেছি, তিনি যখন তাকবীর বলতেন তখন তাঁর উভয় হাত উঠাতেন এবং কাঁধ বরাবর করতেন।

আর যখন রুকূ’র তাকবীর বলতেন তখনও এরূপ করতেন। আবার যখন ‘.......’ বলতেন, তখনও এরূপ করতেন এবং‘........’ বলতেন। কিন্তু সিজদায় যেতে এরূপ করতেন না। সিজদার থেকে মাথা উঠাবার সমও এরুপ করতেননা। @ @ ইসলামিক ফাউন্ডেশন | সহীহ বুখারি | অধ্যায়ঃ ১০/ আযান | হাদিস নাম্বার: 703 ৭০৩ - আইয়্যাশ (রহঃ)..... নাফি’ (রহঃ) থেকে বর্ণিত যে, ইবন উমর (রা.) যখন সালাত শুরু করতেন তখন তাকবীর বলতেন এবং দু’হাত উঠাতেন আর যখন রুকূ করতেন তখনও দু’হাত উঠাতেন।

এরপর যখন ‘.....’ বলতেন তখনও দু’হাত উঠাতেন এবং দু’রাকাআত আদায়ের পর যখন দাঁড়াতেন তখনও দু’হাত উঠাতেন। এ সমস্ত রাসূলুল্লাহ্‌ (সাঃ) ্ (সা থেকে বর্ণিত বলে ইবন উমর (রা.) বলেছেন। এ হাদীসটি হাম্মাদ ইবন সালামা ইবন উমর(রা.) সূত্রে নাবী (সাঃ) থেকে বণনা করেছেন। ইবন তাহমান, আইউন ও মূসা ইবন উকবা (রহঃ) থেকে এ হাদীসটি সংক্ষেপে বণনা করেছেন। @ http://www.hadithbd.com/


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.