আমাদের কথা খুঁজে নিন

   

স্যামুর একটি মেয়ের কারনে...................

অজানাকে জানতে এক দূর্নিবার যাত্রা।

........... আজ সকালে বুকসেল্পটি পরিস্কার করতে গিয়ে খুঁজে পাই একটি অনেক পুরোনো ডায়রি যেখানে এক সময়ের আমার লেখা অনেক কবিতা ছিলো । পাতা ঊল্টাতে ঊল্টাতেই খুঁজে পাই স্যামুর একটি মেয়েকে........ বিস্তারিত একটু পরে বলছি- ............ আজ থেকে ছয় বছর আগে !!! সিরাজ গঞ্জ শহরের প্রান কেন্দ্রে মুক্তা প্লাজার পাশে পরিচয় হয়েছিলো একটি মেয়ের সাথে !!! মেয়েটি নাকি ঢাকায় থাকে , বিশেষ এক কাজে এসেছিলো এখানে- অতঃপর, হালকা কিছু কেনা কাটা করার জন্য এসেছিলো মুক্তা প্লাজাতে। ঘটনা চক্রে পরিচয় হয়েছিলো আমার সাথে, কথা হয়েছিলো ৩০-৩৫ মিনিটের মত। সেই দিনি বাসায় গিয়ে তাকে নিয়ে লিখেছিলাম একটি কবিতা ।

তার পর থেকে আজ অব্দি আর কখনো দেখা হয় নি । সেই কবিতাটি হলো- ''''''''''''''' অনন্যা সুন্দরী '''''''''''''' একদা আমি গিয়েছিলাম কোন এক কাজে ইলিয়ট ব্রিজের ঢালে, ফিরতি পথে হাটিতেছিলাম যখন মুক্তা প্লাজার ঠিক সামনে দিয়ে , হটাৎ পরে যায় একটি মেয়ে মোর চোখের সামোনে !!! প্রথম পর্যায়ে রেগে হয়েছিলো যেনো আগুন পরবর্তিতে অবস্য জানতে পেরেছিলাম আমি নামটা ছিল ওর শুধুই ফাগুন । পরনে ছিল তার তার জিন্সের প্যান্ট গায়ে তার হাফ হাতা শার্ট , শার্টের ঊপর দিয়ে ঝুলে পরেছিলো এক কোটি , পায়ে ছিলো তার চটি কাঁধে ছিলো বিড়াল আকৃতির এক ব্যাগ, সবাই বলছিলো চেয়ে চেয়ে শুধু দেখ ! হাতে ছিলো ডয়েরি কলম , চোখেতে ছিলো সান-গ্লাস মুখে ছিলো এক লাবন্যময়ী হাসি এলোমেলো চুলগুলি যেন বাতাসে, ছিল ভাসি । এমন একটি মেয়ে দেখে চলে যাই , ঠীক কাছাকাছি । দেখে মনে হয়েছিল যেন, এক লাল গোলাপের পাপরি পরনে ছিল তখন আমার ঘিয়া রঙের একটা সাফারি মাঝা মাঝি বজায় রেখে কিছু দুরত্ব ! কথা হয়েছিল অর্ধঘন্ট ।

ব্যাগটির পেছনে ছিল লেখা "নক-অফ" মুখেতে করেছিলো হালকা গোলাপি রঙের কিছু "মেক-আপ" হাত পেছিয়ে ছিল এক ঘড়ি যখন সে চলে গিয়েছিলো অনেক দূরী- মনে হয়েছিল সে এক "অনন্যা সুন্দরী" আসলে কী সে ছিল এতই সুন্দরী ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।