আমাদের কথা খুঁজে নিন

   

বছর শেষের চিঠি

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

পানোন্মত্ততায় ধাঙ্গরের বস্তি থেকে বের হয়ে আসা লুকানো মানুষগুলো আমার বন্ধু, মধুমিতার পিছনে তাস হাতে ঢুলু ঢুলু চোখগুলো আমার কৈশোর, অফিসের কড় কর্তা সাহেব, যার কোঁচড়ে রুটি থাকে বলে দাঁড় কাকের মতো ভোর থেকে অফিস ঠোকরাই, তাদের জন্য নববর্ষের কার্ড বানাই ময়মনসিংহের আলাউদ্দীন বয়াতি নিম কাঠের দোতারা ঘুণের কাছে বন্ধক রেখে তেজগাঁও কারখানার গেটে মরা বন্দুক নিয়ে ঝিমায়, স্যালুট দেয় এই তো বছর শেষ। সারদায় ট্রেনিং পেয়ে কড়া সাহেব হয়ে আসবো শিখে আসবো রঙ করা মাটির সানকীতে রাগী চোখ এঁকে রাখলে পল্টনের মিছিলের সেই আগুন যুবক মরা ঘাসের মতো মিশে যাবে আজই চিঠি পেলাম মরা কার্তিকে, মঙ্গায় বিঁধে গিয়েছিল আলতা সোহাগী ফুফাতো বোন ব্লাউজহীন অনাদরে সে ঘাটে বাসন মাজে, বখাটেরা ডিশ দেখে শীষ দেয়া শিখেছে সেই গ্রামে, তার জন্য একটু শীতের আব্রু দিতে হবে; ডাব্বায় কয়লা গুঁজে দিচ্ছে তার চিল্লার সোয়ামী - সে লিখেছে তার সোয়ামীর জন্য চাকুরী দিতে হবে কত কিছু কেনা বাকি। ভাল লোশন, শেভিং রেজর, সুন্দরবনের টিকেট একটা চাবি দেয়া পুতুল দরকার মেয়েটার জন্য, থ্রি ডি সিনেমা এসেছে বসুন্ধরায়। রেডিও বাজছে, এখন ছুটির দিন ৯টা। ঘুম থেকে উঠে আজ দু:সংবাদ পেলাম ময়মনসিংহের সেই গাতক কোন অজানা অপমানে পরলোকে যাওয়ার আগেই চলে গেছে নিরুদ্দেশে -- ড্রাফট ১.০/ গত পোস্টে উঠে এসেছি সৎকারবিহীনের মন্তব্যের উত্তর দিতে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।