আমাদের কথা খুঁজে নিন

   

দেশী পন্য

অতি চালাক কিংবা অতি বোকা ।

দেশী পন্য কিনে হউন ধন্য......এই কথার যৌক্তিকতা কোথায়? আজকে খুব দোনামনা করে ১ খান আমলা তৈল কিনলাম। কিন্তু কেনার পর হাজারো মন্তব্য শুনতে হইল। দেশী জিনিস কিনলাম আবেগ নিয়ে কিন্তু আবেগই ত সব না। মানুষ ভালো জিনিস ই খুঁজবে।

দাম যতই হোক না কেন। কিংবা একটু বেশী দামে যদি ভালো জিনিস পাওয়া যায় খারাপ কিনিস কিনতে যাব কেন?-এরকম চিন্তাই কাজ করে মানুষের। সেক্ষেত্রে আর দেশী-বিদেশী পন্য কিনা এসব মানুষ যাচাই করতে যায় না। এমনকি দোকানদাররা পর্যন্ত বলে দেয় এই মাল বাইরের-এইটা নেন। এই হচ্ছে অবস্থা।

আমি নিজেও তাই করি(যদিও মাঝেমাঝে ইচ্ছা করে দেশী জিনিস কিনতে)। এইরকম যদি চলতেই থাকে তাহলে কি হবে আমাদের। ছোটবেলায় ভাবতাম বড় হলে কোন এক ইন্ডাষ্ট্রি দেব তাতে অনেক ভালো ভালো জিনিসের উৎপাদন হবে। তখন আর বাইরের জিনিসের উপর আমাদের নির্ভর করতে হবেনা। এরকমটা যদি হত


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।